সোমবার,১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

পুরাতন মোটরসাইকেলের কাগজপত্র জের ধরে পাবনা যুবক খুন

পুরাতন মোটরসাইকেলের কাগজপত্র জের ধরে পাবনা যুবক খুন

পাবনা সদর (পাবনা) প্রতিনিধি:-পাবনায় পুরনো মোটরসাইকেল কেনার পর কাগজপত্র নিয়ে বিরোধের জেরে ধরে রিকো হোসেন (৩৫) নামের এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছে।বৃহস্পতিবার (৩ আগস্ট) আনুমানিক রাত ( ৮) টা দিকে সদর উপজেলার হিমায়েতপুর ইউনিয়নের ছাতিয়ানি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিকো ছাতিয়ানি পশ্চিমপাড়া গ্রামের ফারুক হোসেনের ছেলে। তার নামে থানায় চাঁদাবাজি, মাদকসহ ৬টি মামলা রয়েছে। একইসঙ্গে অভিযুক্ত ভোলার নামেও চাঁদাবাজি, মাদকসহ ৪টি মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায় , কিছুদিন আগে ভোলার কাছ থেকে একটি পুরনো মোটরসাইকেল কেনেন রিকো। সেই মোটরসাইকেলের কাগজপত্র নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে ভোলা মোটরসাইকেলের কাগজপত্র রিকোকে দেয়ার সময় তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে ভোলার ছুরিকাঘাতে গুরুতর আহত হন রিকো। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাবনার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বিষয়টি নিশ্চিত করেন,এবং তিনি বলেন, মোটরসাইকেলের কাগজপত্র চাওয়া নিয়ে ভোলাকে মারধর করেছিল রিকো। তবে সেই ঘটনায় ভোলা কোথাও অভিযোগ করেনি। আজকে কাগজপত্র দেয়ার সময় তাদের ওই ঘটনা নিয়ে তাদের মধ্যে আবারও তর্কাতর্কি শুরু হলে এক পর্যায়ে ভোলার ছুরিকাঘাতে রিকো মারা যায়।
ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দেয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email