
“গ্রাম বাংলার রুপ”
—জিতেন্দ্র লাল বড়ুয়া
ছোট্ট একটি গ্রাম মোদের
সকল গ্রামের সেরা,
প্রকৃতি দিয়ে তৈরি এটি
মায়া মমতায় ভরা।
প্রকৃতির ছায়া মায়া
দেখতে লাগে বেশ,
গ্রাম বাংলার রুপ কখনো
দেখা হয়না শেষ।
বাংলার অপরুপ সৌন্দর্যে
মুগ্ধ মোরা সবাই,
গ্রাম বাংলার অপার স্নিগ্ধতায়
ছুটে যেতে চাই।
এ গ্রাম জুড়ে আছে
আমার রঙিন শৈশব,
কখনো পাব না আর
হারানো ঐসব।
চারিদিকে সবুজের রং
রং এ রাঙা ধান,
কৃষান কৃশানীর মুখে আজি
শুনি নবান্নের গান।
কাস্তে হাতে সিক্ত কৃষক
গায়ে শীতের চাদর,
শিশির ভেজায় হেলে পড়ে
ধানক্ষেত মাটির উপর।
ধান কাটতে গিয়ে কৃষক
গেয়ে যায় গান,
জারি সারি ভাটিয়ালি গানে
মুগ্ধ সবার প্রাণ।
নতুন চালের পিঠা পায়েস
হবে এবার রান্না,
নবান্নের এই আগমনে
বইছে সুখের বন্যা।
কৃষক ভাইরা কৃষি কাজে
রাখছে দেশের মান,
গোলা ভরা ধান তুলে
আনন্দে গায় গান।
কৃষি প্রধান এই দেশে
কৃষক মোদের প্রাণ,
ফসল ফলিয়ে কৃষক ভাইরা
রাখছে দেশের মান।
কৃষি কাজ মহান পেশা
তুচ্ছ করো নাকো,
কৃষক বাঁচলে দেশ বাঁচবে
এটা মনে রেখো।
নিউজটি পড়েছেন : ২৮৭