
মোঃআব্দুল্লাহ(রাউজান,চট্টগ্রাম)প্রতিনিধিঃ-গত ২৯ শে জুলাই শনিবার বিকাল ০৩.৩০ ঘটিকার রাউজান থানাস্থ ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে” ইদিলপুর মৈত্রী পরিষদ” এর ৮ম বর্ষপূর্তি উপলক্ষে সংঘঠনের উদ্যোগে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।উক্ত অনুষ্ঠানটি শ্রীমৎ রতনশ্রী ভিক্ষুর মঙ্গলচরণের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শুভ সূচনা হয়।
ইদলপুর মৈত্রী পরিষদের সিনিয়র সভাপতি বাবু সুব্রত বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতকানিয়া-লোহাগাড়া বৌদ্ধ ঐক্য পরিষদের পৃষ্ঠপোষক ও সহ-সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ সমিতির নির্বাহী সদস্য,দানশীল বাবু অশোক বড়ুয়া।আশীর্বাদক হিসেবের উপস্থিত ছিলেন, কর্মবীর ভদন্ত বিমলানন্দ মহাথের, উপ-সংঘনায়ক, সহ-সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাবু সংঘপ্রিয় বড়ুয়া, প্রাক্তন চেয়ারম্যান ৬নং বিনাজুরী ইউনিয়ন পরিষদ ও সভাপতি, ৬নং বিনাজুরী ইউনিয়ন আওয়ামীলীগবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদ্ধর্মশোভন ভদন্ত দেবশ্রী মহাথের, সহ-সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, রাউজান, সাংবাদিক সুমন বড়ুয়া, সম্পাদক দৈনিক শুভেচ্ছা প্রতিদিন,
রাখাল চন্দ্র বড়ুয়া, ইউপি সদস্য ইদিলপুর ১নং ওয়ার্ড ও সভাপতি, ১নং ওয়ার্ড ইদিলপুর আওয়ামীলীগ । বাবু বিমল মিএ বড়ুয়া, বাবু দিলিপ বড়ুয়া দিলু,সাবেক ইউপি সদস্য, মাষ্টার কমল কান্তি বড়ুয়া। প্রফেসর অমিতোষ বড়ুয়া।প্রধান অতিথি বক্তব্যে বলেন, ধর্ম একটা আন্তরিক ব্যাপার, এখানে কোন ব্যক্তিগত জোড় খাটে না। তাই ধর্মের প্রতি আনুগত্য হওয়াটা একটা নিজের কর্মের প্রচেষ্টা। তেমনি মৈত্রী শব্দের তাৎপর্য মানুষের মাঝে তুলে ধরাটাই হবে ইদুলপুর মৈত্রী পরিষদের একমাত্র প্রচেষ্টা। আর এই প্রচেষ্টাকেটাকে দৃষ্টায়মান করাই হবে মৈত্রী পরিষদের প্রথম লক্ষ্য। এই সংগঠনের অতীত কর্মপন্তা লক্ষ্য করলেই অবশ্যই বুঝা যায় এই সংগঠনটি সমাজের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে। ইতিমধ্যে জেনেছি এই সংগঠনটি ৮ বছর খুব সুচারুভাবে অতিবাহিত করে নবম বৎসরে পা রেখেছে। আমি এই সংগঠনের সুচারু পরিচালনা কমিটি ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।ইদিলপুর মৈত্রী পরিষদের সভাপতি, শাক্যমুনি বিহার কমিটির সাধারণ সম্পাদক, ১৬নং চকবাজার ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কাজল প্রিয় বড়ুয়ার সঞ্চালনায় ও প্রায় ১০০ জন দুস্থদের মাঝে বস্ত্র (লুঙ্গি ও শাড়ী) বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সুষ্ঠু পরিসমাপ্তি হয়।
নিউজটি পড়েছেন : ৪৬৭