
মন বরিষা —
ববি বড়ুয়া
অঝোরে ঝরে বরিষা ,
এ কি আকাশে বেদনার আর্তি
না আমার মনের সুখের নির্যাস ?
মন গহীনে একান্ত সংগোপনে
কিংবা কারণে অকারণে
তোমায় কাছে পাওয়ার ঐকান্তিক বাসনা ।

আঙুলে আঙুল ছুঁতে চায় ,
মন ছুঁতে চায় মন ।
শুধুই ছুঁতো খুজে বেড়ায়
আঁখি পানে চাওয়ার
নাম না জানা অব্যক্ত প্রেমের
মিষ্টি কোন গল্প বলার ।
মন চায় এক কাপ কফির বুকে
ঝড় উঠুক, তুমুল ঝড়
যেমনটা উঠেছে আমার ভেতর ।
মেঘের পরে মেঘ জমেছে ঝরছে বৃষ্টি কণা
তেমনি তোমায় আড়ষ্টে জড়ানোর অতৃপ্ত অভ্যর্থনা।
নিউজটি পড়েছেন : ২৫৯