শনিবার,১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিশু কিশোরদের সঠিকভাবে চিত্ত বিনোদন ও খেলাধুলার ব্যবস্থা করতে হবে

শিশু কিশোরদের সঠিকভাবে চিত্ত বিনোদন ও খেলাধুলার ব্যবস্থা করতে হবে

——- এ বি এম ফজলে করিম চৌধুরী এম পি

 

বাংলাদেশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের সংসদ সদস্য জানাব এ বি এম ফজলে করিম চৌধুরী এম পি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন প্রত্যেক জায়গায় খেলার মাঠ রাখতে হবে। হাউজিং হোক কিংবা অন্য কোনো আবাসিক স্থানে খেলার মাঠ রাখতে হবে শিশু কিশোরদের সঠিকভাবে চিত্ত বিনোদন ও খেলাধুলার ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন খেলার জায়গায় খেলা হবে,পড়ার জায়গায় পড়া হবে, ব্যবসার জায়গায় ব্যবসা হবে। পলোগ্রাউন্ড মাঠে ক্রিকেট, ফুটবল ও হকির আলাদা জায়গা নির্ধারণ করার নির্দেশনা প্রদান করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর চট্টগ্রাম জেলা পর্যায়ের ফাইনাল খেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ বক্তব্য রাখেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক চট্টগ্রাম জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। সভাপতি বলেন চট্টগ্রামের ১৯১ টি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে, সমাজ থেকে নানা রকম অসংগতি থেকে দূরে থাকার জন্য খেলাধুলার বিকল্প নেই, তাই আরও বেশি খেলার সুযোগ করে দিতে ভবিষ্যতে আরও টুর্নামেন্ট আয়োজন করা হবে। সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব এর সসঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আবদুল মালেক, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো: শাহাদাত হোসেন, আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার মো: ইসতিয়াক ইমন,রাউজান উপজেলা চেয়ারম্যান ও সিজেকেএস ভাইস চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, চসিক কাউন্সিলর ও ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি নেছার উদ্দিন মঞ্জু, সিজেকেএস ভাইস প্রেসিডেন্ট লায়ন দিদারুল আলম, সিজেকেএস যুগ্ম সম্পাদক মো: আমিনুল ইসলাম, মো: মশিউর রহমান চৌধুরী, সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, আ ন ম ওয়াহিদ দুলাল, জি এম হাসান, প্রদীপ কুমার ভট্টাচার্য, চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট সদস্য সচিব হারুন অর রশিদ, সিডিএফএ নির্বাহী সদস্য কাজী জসিম উদ্দিন, সিজেকেএস কাউন্সিলর প্রবীন কুমার ঘোষ, আলী হাসান রাজু, মাকসুদুর রহমান বুলবুল, সাইফুল্লাহ খান, সুমন দে, চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক সোহেল সরওয়ার, সিডিএফএ যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ, মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের সম্পাদক মোশাররফ হোসেন লিটন, মুক্তকণ্ঠের সম্পাদক মো আশরাফুজ্জামান,ফিজিও মো:আবু হানিফ।
ফাইনাল খেলায় সীতাকুণ্ড ডিগ্রী কলেজ ১-০ গোলে আনোয়ারা মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পুরস্কার লাভ করেন সীতাকুণ্ড ডিগ্রী কলেজের আমজাদ হোসেন, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেন সীতাকুণ্ড ডিগ্রী কলেজের সাজ্জাদুল ইসলাম। এই দুই কলেজ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email