সোমবার,১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রতারনা চক্রের মূল হোতা এবং ০৪ টি প্রতারনা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী শোয়াইব  আটক

প্রতারনা চক্রের মূল হোতা এবং ০৪ টি প্রতারনা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী শোয়াইব  আটক

ডেস্ক নিউজঃ– র‌্যাব-৭, চট্টগ্রাম বিশেষ সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম কক্সবাজার এলাকার শীর্ষ প্রতারক ও প্রতারক চক্রের মূল হোতা এবং ০৪টি প্রতারনা মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ শোয়ইব আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন মাদারবিবির হাট এলাকায় ছদ্মবেশে আত্মগোপন করে আছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২২ জুলাই ২০২৩ইং তারিখ র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ শোয়াইব (৩১), পিতা- মোঃ জহিরুল হক, মাতা- জান্নাত আরা, সাং- জালিয়া খালী, থানা- পেকুয়া, জেলা- কক্সবাজার’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে ০৪ টি প্রতারনা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে এবং সে মামলা রুজু হওয়ার পর থেকেই আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে নাম ও ঠিকানা পরিবর্তন করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ছন্দবেশে আত্মগোপনে ছিলো বলে অকপটে স্বীকার করে।
উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনায় ধৃত আসামী মোঃ শোয়াইব এর বিরুদ্ধে প্রতারনা সংক্রান্তে এনআই এ্যাক্ট এর সিআর মামলা ঢাকা জেলায় ০২ টি ও কক্সবাজার জেলায় ০২ টি মামলাসহ সর্বমোট ০৪ টি প্রতারনা মামলার তথ্য পাওয়া যায়, যার একটি তে ০৬ মাসের সাজাও রয়েছে।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email