রবিবার,১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

জয়পুরহাটে বিদেশী পিস্তল-গুলিসহ আটক-২জন

জয়পুরহাটে বিদেশী পিস্তল-গুলিসহ আটক-২জন

পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধিঃ-জয়পুরহাটের পাঁচবিবিতে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুই জন ব্যাক্তিকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা।

শনিবার( ২২ জুলাই) বিকেলে পাঁচবিবি পৌরএলাকার পশ্চিম বালিঘাটা টি এ্যান্ড টি পাড়া থেকে পিস্তল ও গুলিসহ তাদের আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ জনাব শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর ষ্টেশন পাড়ার মৃতঃ আব্দুর রশিদের ছেলে মোঃ সুজন হোসেন (৩৫) ও একই এলাকার মৃতঃ আব্দুল হকের ছেলে জয়নাল আবেদিন লিটন (৩২)।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পাঁচবিবি পৌর এলাকায় দুইজন অস্ত্র ব্যবসায়ী পিস্তল ও গুলি নিয়ে বিক্রির উদ্দেশ্যে অপেক্ষা করছে।জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ নূরে আলম মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুইজকে আটক করা হয়।

আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পাঁচবিবি থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email