
চট্টগ্রামস্থ মুরাদপুরের যানজট নিরসনে ট্রাফিকের ভূমিকা নাজুক
সপ্তাহের প্রথম দিন শনিবার ২২জুলাই কর্মের চঞ্চলতার ধীর তাই তেমন যানবাহন চলাচল নেই কিন্তু!!!যানজট লেগেই আছে চট্টগ্রামের মুরাদপুরে। ট্রাফিক পরিলক্ষিত হয়নি ব্যস্ততম এলাকা মুরাদপুরে । চালকের ইচ্ছা মতই চলছে যানবাহন।

ট্রাফিক প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি
নিউজটি পড়েছেন : ১৬৬