সোমবার,১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে দেশবাংলা সংগঠনের উদ্যাগে ডেঙ্গুসহ সকল মশার আবাসস্থল ধ্বংস কার্যক্রম উদ্বোধন

রূপগঞ্জে দেশবাংলা সংগঠনের উদ্যাগে ডেঙ্গুসহ সকল মশার আবাসস্থল ধ্বংস কার্যক্রম উদ্বোধন

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ-রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ২নং ওয়ার্ডের বিরাব গ্রামে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার আবাসস্থল ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল ২১ জুলাই শুক্রবার দেশবাংলা সংগঠনের সভাপতি, দৈনিক আজকালের খবর পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি মোঃ আবু কাউসার এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন দেশবাংলা সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ প্রধান, সদস্য মোঃ আবু হানিফা, মোঃ লিয়াকত প্রধান, হাফেজ আসাদুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ কামাল হোসেন, মোঃ তোফাজ্জল প্রধান, রেজাউল করিম, দেলোয়ার হোসেন, মোঃ কাজন মিয়া, বাবু প্রধান, আলামিন প্রধান, বাদশা মিয়া, নূর উদ্দিন, মোঃ উজ্জল, মোঃ মাশকুর প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ আবু কাউসার বলেন, আমাদের সংগঠন একটি অ-রাজনৈতিক সংগঠন, আমাদের সংগঠনে প্রায় ৭০/৭৫ জন সদস্য আছে। যারা স্বেচ্ছায় শ্রম দিতে আগ্রহী এরকম যুবকদের নিয়ে প্রতি সপ্তাহে ছুটির দিনে মাসব্যপী ডেঙ্গু ও এডিস মশা আবাসস্থল ধ্বংস কার্যক্রম অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে আমাদের গ্রামের আশে পাশে যে সকল পুকুরে কচুরিপানা বা মশার বংশ বিস্তার করতে পারে এমন আবদ্ধ জলাশয় পরিস্কারের মাধ্যমে আমাদের কার্যক্রম চালিয়ে যাবো।
পরে ডোবা, নালা ও মজা পুকুর পরিস্কার করে প্রায় ৪ মন মাছের পোনা ছাড়া হয়। কার্যক্রম শেষে এক প্রিতি ভোজের আয়োজন করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email