
শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবারকে সরকার প্রদত্ত বাসস্থান হতে উচ্ছেদ এর প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
শিমুল চৌধুরী(চট্টগ্রাম মহানগর)প্রতিনিধিঃ– অতি সম্প্রতি শহীদ বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চৌধুরী এর পরিবারকে শহীদ পরিবার হিসেবে বাংলাদেশ সরকার প্রদত্ত বাসস্থান থেকে দুষ্টচক্রের প্ররোচনায় উদ্দেশ্য প্রনোদিতভাবে বিনা নোটিশে উচ্ছেদ এর প্রতিবাদে ও এ ব্যাপারে ন্যায় বিচারের দাবীতে বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনায় ২০ই জূলাই , বৃহস্পতিবার , সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাব , এস. রহমান হলে ” বীর মুক্তিযোদ্ধাদের সন্তান স্কোয়াড ” এক সংবাদ সম্মেলন আয়োজন করে ।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চৌধুরী এর ছোট ভাই নুরুল আলম চৌধুরী । লিখিত বক্তব্যে তিনি বলেন
১৯৭১ সালে আমার পিতৃতুল্য বড় ভাই বীর মুক্তিযোদ্ধা শহীদ শামছুল আলম চৌধুরী ছিলেন চট্টগ্রাম সিটি কলেজের ডিগ্রীর ছাত্র, তুখোড় ছাত্র নেতা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান স্বাধীনতার ডাক দিলে পরিবারের কাউকে কিছু না জানিয়ে ট্রেনিং নিতে ভারতে চলে যান । ট্রেনিং শেষে দেশে এসে চট্টগ্রামে রাউজানে ১ নং সেক্টরে যুদ্ধে যোগ দেন। দেশ স্বাধীন হওয়ার কিছুদিন আগে ১৯৭১ সালের ১০ই ডিসেম্বর রাউজানের আমির আলী হাটে তিনি যুদ্ধরত অবস্থায় শহীদ হন।

যুদ্ধ পরবর্তী সময়ে আমাদের পরিবারের উপর নেমে আসে সীমাহীন দূর্ভোগ। বড় ভাই যুদ্ধে যোগ দেওয়ার কারনে গ্রামে আমাদের বাড়িঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। মাথার উপর কোন ছাদ না থাকায় আমার বাবা মরহুম বদিউল আলম চৌধুরী জাতির পিতা বরাবর একটি আশ্রয়ের আবেদন করেন। যুদ্ধে আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা শহীদ শামছুল আলমের আত্মত্যাগের স্বীকৃতি প্রদান স্বরূপ জাতির পিতা শেখ মুজিবর রহমান আমাদের পরিবারকে মুক্তিযোদ্ধা পরিবার হিসাবে একটি জমি বন্দোবস্ত দেয় যা ১৭৭, জাকির হোসেন রোড বাই লেইন, শাহী জামে মসজিদের উত্তর পার্শ্বে অবস্থিত।
উল্লেখ্য যে , এই জায়গা সরকার হতে বন্দোবস্ত পাওয়ার পর থেকেই একটি প্রভাবশালী সংঘবদ্ধ চক্র সম্পত্তিটি হাতিয়ে নেওয়ার জন্য উঠে পড়ে লাগে যার নেতৃত্বে রয়েছে বিশিষ্ট শিল্পপতি নাদের খান ও তার সহযোগীরা। তারা বিভিন্ন জাল দলিল বানিয়ে বিভিন্ন মিথ্যা মামলা দায়ের করেছে। এই সংঘবদ্ধ চক্র তাদের আর্থিক প্রভাব প্রতিপত্তি খাটিয়ে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে প্রশাসনকে ভুল বুঝিয়ে আসছে।
এরই পরিপ্রেক্ষিতে গত ২২ জুন, ২০২৩ খ্রিঃ তারিখ একজন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে। একটি দল আকস্মিক আমাদের বাড়িতে এসে আমাদেরকে এক ঘন্টার মধ্যে বাড়ি খালি করার নির্দেশ দেন। ঈদুল আযহার মাত্র ২/৩ দিন আগে এরূপ আকস্মিক উচ্ছেদে আমরা হতবিহ্বল হয়ে পড়ি। আমরা উপস্থিত ম্যাজিস্ট্রেট মহোদয়কে আমাদের নিকট থাকা কাগজপত্র এবং আদালতে চলমান সিভিল কোর্ট অপর আপিল ২৫১/২৩২ মামলার কাগজপত্র দেখাতে চাইলে তিনি তা দেখতে অপারগতা প্রকাশ করেন। আমরা শহীদ পরিবার হিসাবে মানবিক দিক বিবেচনায় আমাদেরকে উচ্ছেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ চাইলেও তিনি তা আমলে না নিয়ে আমাদেরকে জোর পূর্বক উক্ত জায়গা থেকে বের করে দেন।
উক্ত জায়গাটিই ছিলো এই শহরে আমাদের একমাত্র মাথা গোঁজার ঠাই। সরকার কর্তৃক প্রদত্ব আশ্রয় হারিয়ে আমরা এখন নিরূপায়, আশ্রয়হীন হয়ে মানবেতর জীবন যাপন করছি।
একটি সংঘবদ্ধচক্র এই সম্পত্তি কুক্ষিগত করার জন্যেই গোপনে জাল কাগজপত্র সৃজন করে এবং ডেপুটি কমিশনার চট্টগ্রামকে ভুল বুঝিয়ে আমাদের উচ্ছেদ করায়। আমাদেরকে কখানোই কোন প্রকার নোটিশ দেওয়া হয়নি। আমরা এই জায়গায় দীর্ঘ ৪০ বৎসর এরও বেশী সময় ধরে বসবাস করে আসছি। উক্ত জমি নিয়ে সিভিল কোর্ট অপর আপিল ২৫১/২৩২ আদালতে বিচারাধীন আছে।
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীদের মাধ্যমে তিনি এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তাঁদের এ দুরবস্থা থেকে পরিত্রাণ দেওয়ার জন্য আকুল আবেদন জানান এবং সমগ্র বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা – দের পরিবারের জন্য সুরক্ষা আইন করে তা বাস্তবায়নের দাবী জানান।
লিখিত বক্তব্য পাঠ শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এ সময় শহীদ বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চৌধুরী’র পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন পারভীন সুলতানা ও সামিউল আলম চৌধুরী অনিক ।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাদের সন্তান স্কোয়াড এর যুগ্ন-আহ্বায়ক আরাফাতুল মান্নান ঝিনুক , সদস্য-সচিব কাজী মুহাম্মদ রাজিশ ইমরান , সিনিয়র সদস্য রকিবুল হাসান , নাজমুল হক ভৃইয়া রাজিব , সূচিত্রা গুহ টুম্পা , আমিনুল ইসলাম , মোঃ তানুন চৌধুরী , কামরুল হক চৌধুরী , মিনহাজ উদ্দিন তাকিম , শায়েরুল আজম স্বপ্নীল , আশিষ দাশ রাহুল , সাইরাজ বিন আহমেদ ,মোঃ নাহিয়ান প্রমুখ ।
মোঃ তানুন চৌধুরী, কামরুল হক চৌধুরী, আশিষ দাশ রাহুল, সাইরাজ বিন আহমেদ, মিনহাজউদ্দিন তাকিম, শাইরুল আজম স্বপ্নীল, মোঃ নাহিয়ান