
ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভায়–মাদ্রাসা শিক্ষায় পাথিব ও পরকালীন মুক্তি পথ দেখায়—–>মেয়র
শিমুল চৌধুরী(চট্টগ্রাম মহানগর)প্রতিনিধিঃ- ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভা আজ ১৫ জুলাই শনিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সিটি মেয়র বলেন, মাদ্রাসা শিক্ষায় পাথিব ও পরকালীন মুক্তি পথ দেখায়। কুরআন-হাদিসের জ্ঞান অর্জনের মাধ্যমে দেশ প্রেমিক নৈতিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক সৃষ্টি করতে হবে। আবহমান কাল থেকে উপ-মহাদেশে ইসলামের প্রচার-প্রসার ঘটেছে সুফি-সাধক আউলিয়ায়ে কেরামদের মাধ্যমে। জ্ঞানের মূল শিকড় হলো, কুরআন-হাদিস, আর কুরআন হাদিসের চর্চা কেন্দ্র হলো মাদ্রাসা শিক্ষা। কুরআন-হাদিসের জ্ঞান অর্জনের মাধ্যমে প্রজন্মকে আলোকিত দেশ গঠনে এগিয়ে আসতে হবে।
মাদ্রাসার উপাধ্যক্ষ কাজী মুফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ আবু ছালেহ্। উপস্থিত ছিলেন ওয়াছিয়া আহমদিয়া এতিমখানার সেক্রেটারী হাজি এয়ার মোহাম্মদ মুছা, বদরুল আলম, মোহাম্মদ সাদেক, বখতেয়ার উদ্দিন, হাফেজ মাওলানা আবু তৈয়ব, মাওলানা আমিরুল ইসলাম চৌধুরী, আবুল হোসাইন, মনিরুল হাসান, ইফফাৎ জাহান, রুমা আকতার, মাষ্টার রেজাউল করিম, মাষ্টার ইছমাঈল, মাষ্টার হাসান ইমাম, গোলাম মুস্তফা, মাওলানা আবদুল বারী, শফিউল আলম, আবদুল করিম প্রমুখ।