শুক্রবার,২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী আটক

পাঁচবিবিতে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী আটক

পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে ১০ শুকনা গাঁজাসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুবধার (১২ জুলাই) ভোর রাতে উপজেলার পৌরসভাধীন সীতা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার গণেশপুর গ্রামের মোহাম্মদ আলীর পুত্র সোহেল(৩৪), পূর্ব বালিঘাটা গ্রামের আমির হোসেন পুত্র জাহিদ হাসান(২৪) ও সীতা গ্রামের রাসেল হোসেনের স্ত্রী ইয়াসমিন(২৫)।জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি শাহেদ আল মামুন জানান, জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম দিক নির্দেশনায় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় মাদক দ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই(নিঃ) ফারুক হোসেন পিপিএম, এসআই(নিঃ) মিজানুর রহমানের সঙ্গীয় ফোর্স জেলার পাঁচবিবি পৌরসভার সীতা গ্রামে অভিযান চালিয়ে আসামীদের আটক করেন। এসময় তাদের নিকট থেকে ১০ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email