মঙ্গলবার,২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

হিলিতে ৩১ রোগী পেলেন ৫০ হাজার টাকা করে চেক

হিলিতে ৩১ রোগী পেলেন ৫০ হাজার টাকা করে চেক

হিলি(দিনাজপুর)প্রতিনিধিঃ-দিনাজপুরের হিলিতে ৩১ জন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিসসহ বিভিন্ন রোগে আক্রান্তদের মধ্যে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলা প্রশাসন এসব চেক বিতরণ করে।

এ উপলক্ষে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুন-উর-রশিদ. ভাইস চেয়ারম্যান মো. শাহিনুর রেজা, সহকারী কমিশনার (ভূমি) মোকলেদা খাতুন প্রমুখ। পরে ৩১ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন, ‘এসব অসহায় রোগী সমাজসেবা অধিদপ্তরে আবেদন করেছেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ (১২ জুলাই) ৩১ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে মোট ১৫ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email