
উফশী জাতের ধানের চারা রোপনের ব্লক প্রদর্শনী শুভ উদ্বোধন
আদিতমারী (লালমনিরহাট))প্রতিনিধিঃ-সোমবার ( ১০ জুলাই) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আওতায় ২০২২-২৩ অর্থবছরে খরিপ-২
/২০২৩-২৪ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ৫০ একর রোপা আমন ধানের উফশী জাতের সমলয় চাষাবাদের মাধ্যমে ধানের চারা রোপনের ব্লক প্রদর্শনী স্থাপনের শুভ উদ্বোধন_ ২০২৩ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ।
সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ উল্যাহ, জেলা প্রশাসক, লালমনিরহাট।
ও অন্যান্য অতিথি গণের মধ্যে উপস্থিত ছিল
জনাব মোঃ হামিদুর রহমান ডিডি, ডিএই, খামারবাড়ি, লালমনিরহাট।
জনাব জি. আর. সারোয়ার স্যার, উপজেলা নির্বাহী অফিসার, আদিতমারী, লালমনিরহাট।
এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য অতিথি বৃন্দ।

নিউজটি পড়েছেন : ২৭৭