
সুইডেনে পবিত্র কুরআন শরীফ অবমাননা কারায় ঝালকাঠিতে বিক্ষোভ আয়োজন
ঝালকাঠি (বরিশাল) প্রতিনিধিঃ-আজ(৭/৭/২০২৩) শুক্রবার জুম্মার নামাজবাদ বায়তুল মোকারম মসজিদের সামনে সুইডেনে পবিত্র কুরআন শরীফ অবমাননা কারায় ঝালকাঠিতে বিক্ষোভ আয়োজন করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নেছারাবাদ এন এস কামিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব শহিদুল্লাহ বলেন, মুসলমান শান্তিপ্রিয় জাতি মুসলমান অন্য ধর্মকে শ্রদ্ধা করে, তাই মুসলমানদের উপর কোরআন অবমাননা মেনে নেওয়া যাবেনা। বাংলাদেশ মোফাসির পরিষদের ঝালকাঠি জেলা সভাপতি জনাব আলী হয়দার মুজাহিদ বলেন সুইডেনের সকল পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন ।বিক্ষোভ সমাবেশ বায়তুল মোকারম মসজিদের সামনে থেকে শুরু করে ফায়ার সার্ভিসের সামনে গিয়ে সামগ্র মুসলিম জাহানেন জন্য মাগফেরাত কামণা করে মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ সমাবেশ শেষ হয়।
নিউজটি পড়েছেন : ২২৩