বৃহস্পতিবার,২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ঝালকাঠি সুগন্ধা নদীতে সাগর নন্দী জাহাজে আবারও বিস্ফোরণ পুলিশ সদস্য সহ আহাত ১৪জন

ঝালকাঠি সুগন্ধা নদীতে সাগর নন্দী জাহাজে আবারও বিস্ফোরণ পুলিশ সদস্য সহ আহাত ১৪জন

ঝালকাঠি (বরিশাল) প্রতিনিধি;-ঝালকাঠি আজ সন্ধ্যায় সুগন্ধা নদীতে সাগর নন্দী জাহজে ৬.৩০ মিনিটে আগুন লেগেছে।আগুনে আহাত মোট ১৪জন তারমধ্যে ১১ জন পুলিশ সদস্য ও জাহাজের সদস্য ৪ জন। জাহাজটিতে ৫ লক্ষ টন তেল ছিল।আহত পুলিশ সদস্যগনকে ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শেরেবাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য গত ২দিন আগে একই জায়গায় আগুন লেগে আরও ৩ জন জাহাজে কর্মরত সদস্য মৃত্যু বরণ করে। কর্তব্যরত পুলিশ সদস্য গন জাহজের পাশে একটি ট্রলারে দায়িত্বরত ছিলেন। জাহাজে বিষ্ফোরণের বিকট শব্দে কর্তব্যরত পুলিশ সদস্য গন পানিতে ঝাপ দেন সেখান থেকে নদীতে মাছ ধরার ট্রলারের লোকজন তাদের উদ্ধার করেন।ফায়ার সার্ভিসের সদস্যগন উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email