বৃহস্পতিবার,২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ শপথ নিলেন রাজশাহী ও সিলেটের নবনির্বাচিত দুই মেয়র

 আজ শপথ নিলেন রাজশাহী ও সিলেটের নবনির্বাচিত দুই মেয়র

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ-আজ সোমবার (৩ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ গ্রহণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শপথ নিয়েছেন নবনির্বাচিত রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী এবং এই দুই সিটি করপোরেশনের কাউন্সিলররা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ ইবরাহিম।
এর আগে একই স্থানে আলাদা অনুষ্ঠানে শপথ নেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, বরিশালের আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত), গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন এবং এই তিন সিটি করপোরেশনের কাউন্সিলররা।
উল্লেখ্য যে, গত ২১ জুন অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বিপুল ভোটে পুণরায় বিজয়ী হন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email