সোমবার,১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

CREATE HOPE in the WORLD মানবিকতার দৃষ্টান্ত রাখবে ২০২৩-২৪ রোটারি বর্ষ

CREATE HOPE in THE WORLD মানবিকতার দৃষ্টান্ত রাখবে ২০২৩-২৪ রোটারি বর্ষ

মানুষের সেবা ও কল্যাণের লক্ষ্যে রোটারি আর্ন্তজাতিক জেলা ৩২৮২ বাস্তবধর্মী কল্যাণকর বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অগ্রাধিকারের ভিত্তিতে নতুন রোটারি বর্ষ ২০২৩-২৪ এ রোটারি আর্ন্তর্জাতিক জেলা ৩২৮২ এর অধীনে অগ্রাধিকার ভিত্তিতে যেসব প্রকল্প বাস্তবায়ন করার লক্ষ্য নির্ধারণ করেছি  তার মধ্যে রয়েছে :-২০২৩-২৪ রোটারি বর্ষে রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮২ আওতাধীন ক্লাব সমূহ ” হোম ফর হোমলেস” প্রকল্পের অধীনে ১টি ঘর নির্মানের কাজ সম্পন্ন করবে। প্রতিটি ক্লাব মাদক প্রতিরোধে নূন্যতম ১টি সেমিনারের আয়োজন করবে। এছাড়া রোটারি পিস স্কলারশিপের জন্য প্রতিটি ক্লাব থেকে একজন করে মনোনয়ন দেয়ার ব্যবস্থা করা হবে। রোগ প্রতিরোধ ও চিকিৎসা সেবার আওতায় প্রতিটি ক্লাব নূন্যতম ১টি মেডিকেল ক্যাম্প আয়োজন করবে। এছাড়া স্কুল/মাদ্রাসায় বিশুদ্ধ পানি সরবরাহসহ অন্ততঃ ১টি করে মানসম্মত টয়লেট স্থাপন করবে। মা ও শিশু যত্ন নিতে নূন্যতম ১টি স্তন ক্যান্সার স্ক্রীনিং এবং খৎনা/কান ছিদ্র শিবির স্থাপন। স্কুলে-স্কুলে লাইব্রেরি স্থাপন। এছাড়া প্রতিটি ক্লাব মাদ্রাসা/স্নাতক পর্যন্ত যে কোন ছাত্র বা ছাত্রীকে উপবৃত্তি প্রদান করবে। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য কম খরচে আবাসন স্থাপন এবং বয়স্ক বা সুবিধাবঞ্চিতদের জীবনযাত্রার মানোন্নত করার উদ্যোগ নিবে। পরিবেশের উন্নয়ন ও পরিবেশগত সহায়তায় সবুজ প্রকল্প স্থাপন, পাবলিক টয়লেট নির্মাণ এবং ডাস্টবিন বিতরণ করা হবে।নবাগত ডিস্ট্রিক্ট গভর্নর  প্রকৌঃ মোঃ মতিউর রহমান( ২০২৩-২৪)

এছাড়া ২০২৩-২৪ রোটারি বর্ষে আমরা অন্তত ১০টি লক্ষ্য অর্জনে সফলতার সাথে কাজ করে যেতে চান বলে জানান মোহাম্মদ মতিউর রহমান (জেলা গভর্নর ২৩-২৪)

তিনি আরো বলেন, রোটারি আন্তর্জাতিক প্রেসিডেন্ট R. Gordon R. Mehnaily ওনার এ বছরের জন্য Theme ঘোষণা করেছেন CREATE HOPE in the WORLD. উনার আহ্বান সামনে রেখে মানব সেবা ও সমাজ উন্নয়নকে মুখ্য স্লোগান রেখে আমরা এই রোটারী বর্ষকে স্মরণীয় করে রাখতে চাই। 

এর মধ্যে রয়েছে কমিউনিটি সার্ভিস বৃদ্ধি করা, ক্লাব সার্ভিসের আওতায় মেম্বার বাড়ানো, ফেলোশীপ বাড়ানো, ভোকেশনাল সার্ভিস, তরুণদের অংশগ্রহণে ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং ফেলোশিপ বৃদ্ধি করা। কমিউনিটি সার্ভিস প্রজেক্টের আওতায় আমরা এই বর্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করতে চাই । আয়োজন করতে চাই অন্তত একটি মেগা হেল্‌থ ক্যাম্প। তাছাড়া দুঃস্থ ও গরিব কিডনী রোগিদের জন্য চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশন এর সাথে যৌথভাবে ২৫টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের মাধ্যমে একটি স্থায়ী রোটারি কিডনী ডায়ালাইসিস সেন্টার প্রতিষ্ঠার কাজ বাস্তবায়ন করা হবে বলে জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email