
মনের অবক্ষয়—
শরণংকর বড়ুয়া
অন-লাইন বাজারে নাকি প্রেমের অসময় চলছে,
একে অন্যের প্রতি বিশ্বাস হারিয়েছে।
অতি আধুনিকতা, শালীনতা, ঔদ্ধতায়,
চলমান সমাজ কুৎসিতে ভরা, হয়েছে বিষময়।
মনের ভিতরে ঘুন পোকার বসবাস,
পবিত্র প্রেম করেছে সর্বনাশ।
হীনমন্য, উদাসীনতায় নষ্ট পরিবেশ,
ছড়িয়ে ঘৃণা, বাচালতা, হিংসা-বিদ্ধেষ।
অতি উগ্রতা, ব্যর্থতা, অঘটন নিরবধি,
যত সব নির্বোধদল জড়িত আজ অবধি।
গভীর পাতানো জালে ঠকানো খেলায়,
মেতেছে চুপিসারে চেনা অচেনা মুখ লুকায়।
এই সব শুনে দু’চোখ বিস্ময় হতভাগ,
আলোকিত বয়সে খাচ্ছে ঘুরপাক।
ক্ষণিকের জীবন ভাসছে সমুদ্রের অতই তলে,
ছলচতুরী মোহে বয়স্করাও যায় গলে।
যদি গভীর ভালোবাসা থাকে হ্নদয়ে,
তবে কেন বিশ্বাসের উপর প্রাচীর দাঁড়িয়ে!
পৃথিবীর সব মহৎ প্রাণে উদারতায়,
অস্ফুট বেদনা গুলো গুছাতে হবে মমতায়।
ভালোবাসায় থাকবে গভীর স্রোতের ভেতরে,
স্বযত্নে রাখবে নিজেদের দৃঢ় বিশ্বাসের উপর।
নিউজটি পড়েছেন : ২২০