বৃহস্পতিবার,২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহী তানোরে বিশেষ অভিযানে ৫ আসামিস গ্রেপ্তার

রাজশাহী তানোরে বিশেষ অভিযানে ৫ আসামিস গ্রেপ্তার

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ-রাজশাহীর তানোরে সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানার পলাতক ৪ আসামিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি তানোর পৌর এলাকার গোকুল মথুরা মহল্লার আবু বাক্করের পুত্র রফিকুল ইসলাম (৩৪) ও তালন্দ মহল্লার মৃত রহিম মন্ডলের পুত্র নাসির (৪০)।

এছাড়াও আমশো মহল্লার মৃত আজাহার আলীর পুত্র মনিরুল ইসলাম (৩০) এবং একই মহল্লার মৃত ইব্রাহিমের পুত্র সুফিয়ান (৪০)।

অপরদিকে, পৃথক অভিযানে ফৌজদারি আইনের ১৫১ ধারায় মুন্ডুমালা পৌর এলাকার মৃত আবুল কাশেমের পুত্র জিয়াউর রহমাকে (২৯) গ্রেপ্তার করা হয়।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের রোববার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email