বৃহস্পতিবার,২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পাঁচবিবিতে আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। বাংলাদেশ আওয়ামীলীগ, পাঁচবিবি উপজেলা শাখা ও অঙ্গ সংগঠনের আয়োজনে আজ শুক্রবার বিকেল ৪টায় পৌর কিচেন মার্কেট চত্বরে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল। বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল আলম বেনু,জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মীর রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান জিহাদ মন্ডল, পৌর আওয়ামীলীগের সভাপতি এস,কে হক, আওয়ামীলীগ নেতা মহির উদ্দিন মন্ডল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আরিফ রাব্বানী ইস্তি প্রমুখ। সভার পূর্বে এক বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এছাড়াও অপরদিকে পৌর পার্কে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পাঁচবিবি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুর রহমানের আহবানে প্রতিষ্ঠা বার্ষিকীর অপর আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্যানেল মেয়র নূর হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না।প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক আবু সাঈদ আল মাহবুব চন্দন, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, পৌর ছাত্রলীগের সম্পাদক সাইদুর রহমান রাজু প্রমুখ। সভার পূর্বে এক বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email