শুক্রবার,১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

হিলি স্থলবন্দরে ২৬০ মেট্রিক টন মসলা আমদানি

হিলি স্থলবন্দরে ২৬০ মেট্রিক টন মসলা আমদানি

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:কোরবানীর ঈদে মসলার বড়তি চাহিদার কথা বিবেচনা করে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। ফলে ঈদকে ঘিরে মসলার দাম বৃদ্ধি পাওয়ার কোন সম্ভবনা নেই বলে জানান সংশ্লিষ্টরা।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (১৯) জুন একদিনে ভারতীয় ৭ টি ট্রাকে ২০০ মেট্রিকটন জিরা, ১টি ট্রাকে ১৬ মেট্রিকটন আদা, ১টি ট্রাকে ২৪ মেট্রিকটন মৌরী ও ১টি ট্রাকে ২০ মেট্রিকটন ধনিয়া অর্থাৎ ভারতীয় ১০ টি ট্রাকে মোট ২৬০ মেট্রিকটন মসলাজতীয় পণ্য আমদানি হয়েছে। এছাড়াও ৫০টি ট্রাকে ১ হাজার ৫০০ মেট্রিকটন ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ আমদানি হয়েছে।হিলি স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, কুরবানির ঈদে মসলার বাড়তি চাহিদার কথা বিবেচনা করে ও দেশের বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখতে মসলা আমদানি বৃদ্ধি করা হয়েছে।

হিলি স্থল শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার বায়জিদ হোসেন বলেন, কুরবানীর ঈদকে ঘিরে হিলি স্থলবন্দর দিয়ে মসলাজতীয় পণ্যের আমদানি বৃদ্ধি পেয়েছে। ফলে বন্দরের রাজস্ব আদায়ও বৃদ্ধি পেয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email