মঙ্গলবার,২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

দুর্গাপুরের আলিপুরে পান বরজে ভয়াবহ অগ্নিকাণ্ড

দুর্গাপুরের আলিপুরে পান বরজে ভয়াবহ অগ্নিকাণ্ড

দুর্গাপুর (রাজশাহী)প্রতিনিধিঃ-আজ( সোমবার ১৯ জুন) আনুমানিক  বিকেল ৩ ঘটিকার  রাজশাহী জেলা দুর্গাপুর উপজেলার ১ নং ইউনিয়ন নওপাড়া আওতাধীন ৬ নং ওয়ার্ড আলিপুর বাজার কারিগরি কলেজ সংলগ্ন পশ্চিম পার্শ্বে ২ টি পান বরজে আগুন অগ্নিকাণ্ড সংঘটিত হয়।

জানা যায়, আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট ছেলে মেয়েরা হঠাৎ করে দেখতে পায় এলাকার মৃত কিনু র ছেলে মোঃ আইয়ুব আলীর ও একই এলাকার আব্দুল মান্নানের ছেলে মোঃ শফিকুল ইসলাম এর পান বরজে আগুন লাগে। এ সময় দূর থেকে আগুনের শিখা ও ধোয়া দেখে স্থানীয় ৩-৪ জন যুবকসহ সুজন রনি মাহফুজ ঘটনাস্থলে ছুটে যান এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল করে বিষয়টি জানান।  তারা চিৎকার চেচামেচি করেন এ সময় এলাকার স্থানীয়রা তাদের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিয়ন্ত্রণ করেন।
আগুন নিয়ন্ত্রণ করার প্রায় ২০ থেকে ২৫ মিনিট পর দুর্গাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসেন ও ঘটনাস্থল পরিদর্শন করে তারা বলেন এখানে আশেপাশে কোন বসতবাড়ি না থাকায় ও বিলের মধ্যে হওয়ায় কে বা কাহাদের সিগারেট বা বিড়ির আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেন এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার উপ পরিদর্শক এসআই মাহফুজ ঐ স্থানীয় জনপ্রতিনিধি আবুল কালাম আজাদ বলেন এতে করে ক্ষতিগ্রস্থদের দুটি পান বরজে প্রায় চার থেকে সাড়ে চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে রাজশাহী দুর্গাপুরে একের পর এক কৃষকের পান বরজ পুড়ে ছাই হয়ে যাচ্ছে এতে করে পান চাষীর প্রায় দিশেহারা কারণ কিছু কিছু চাষীরা স্থানীয় বেসরকারি কিছু এনজিও থেকে ঋণ নিয়ে পান বরজগুলো তৈরি করেন।

পান চাষীরা বলেন, এলাকায় কিছু যুবক বিড়ি সিগারেট ও মাদক আসক্ত হওয়াতে,  আবহাওয়া উত্তপ্ত ও পান বরজ বিভিন্ন খড় কুটু নাইলন দড়ি দিয়ে তৈরি হওয়ায় তাদের সিগারেট বিড়ির আগুন থেকে প্রায় ঘটছে এইরম দুর্গঠনা।

পান চাষী ও এলাকার সাধারণ জনগণের দাবি যাদের কারণে পান চাষীদের ক্ষয়ক্ষতি হচ্ছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email