বুধবার,২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ময়মনসিংহ সদর সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে ভিক্ষুক পুনর্বাসনে অটোরিকশা বিতরণ

ময়মনসিংহ সদর সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে ভিক্ষুক পুনর্বাসনে অটোরিকশা বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহে ভিক্ষুকদের পুণর্বাসন ও বিকল্প কর্মসূচির আওতায় ব্যাটারী চালিত রিকশা বিতরণ করা হয়েছে। সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সোমবার (১৯শে জুন) সকালে জেলা প্রশাসক প্রাঙ্গণে ভিক্ষুকদের মাঝে ব্যাটারী চালিত রিকশা বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান।

সদর উপজেলা সমাজসেবা কার্যালয় সুত্র জানিয়েছে ভিক্ষা নয় কর্মেই জীবন এই প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অসহায়দের পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহ জেলা জেলা প্রশাসন। বর্তমান জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের নির্দেশনা মোতাবেক ভিক্ষুক পূর্ণবাসনের উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে জেলার সদর উপজেলায় ভিক্ষুক ও প্রতিবন্ধিদের কর্মসৃষ্টির মাধ্যমে পঙ্গু ও অসহায়দের ভিক্ষা ভিত্তিতে নিরউৎসাহিত করতে সদর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতা উপজেলা সমাজসেবা কার্যাকয়ের ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার ভিক্ষুকদের ব্যাবসা প্রতিষ্ঠান সহ বিকল্প কর্ম সংস্হানএর সৃষ্টি করতে ১লক্ষ ৬০হাজার টাকা ব্যয়ে ২ জন ভিক্ষুকের মাঝে ২ টি ব্যাটারী চালিত রিকশা বিতরণ করা হয়েছে।

এসময় উপজেলা সচেতন মহলকে সরকারের পাশাপাশি সদর উপজেলাকে আধুনিক ভিক্ষুকমুক্ত উপজেলায় রুপান্তরিত করতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান বলেন-আমাদের এ প্রকল্পে ভিক্ষুক পূর্ণবাসন অভ্যহত থাকবে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কান্তি চক্রবর্তী, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক আঃ কাইয়ুম,পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকারসহ সমাজ সেবা কার্যালয়ের জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email