সোমবার,১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ফেনী হতে ২৯ কেজি গাঁজা উদ্ধার ১ মাদক ব্যবসায়ীকে আটকসহ ০১ টি পিকআপ জব্দ  র‌্যাব-৭, চট্টগ্রাম 

ফেনী হতে ২৯ কেজি গাঁজা উদ্ধার ১ মাদক ব্যবসায়ীকে আটকসহ ০১ টি পিকআপ জব্দ  র‌্যাব-৭, চট্টগ্রাম 


নিউজ ডেস্কঃ- র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি পিকআপ যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে ফেনী হতে নোয়াখালীর দিকে নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ১৭ জুন ২০২৩ ইং তারিখ রাত ২১৩০ ঘটিকায় ফেনী জেলার ফেনী মডেল থানাধীন পাঁচগাছিয়া এলাকায় ফেনী-নোয়াখালী মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এ সময় একটি সন্দেহজনক পিকআপ গাড়িকে থামানোর সংকেত দিলে উক্ত পিকআপটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা উক্ত পিকআপসহ আসামী আসামী মোঃ নজরুল ইসলাম (৪১), পিতা- মোঃ আইয়ুব আলী মাস্টার, সাং- নোয়াপাড়া, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লাকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তাঁর হেফাজতে থাকা উক্ত পিকআপের ড্রাইভিং সীটের বাম পাশের সীটের উপর আসামীর দেখানো ও সনাক্তমতে ০২টি প্লাষ্টিকের বস্তার ভিতর হতে মোট ২৯ কেজি গাঁজা উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয় এবং  মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।
 গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য (গাঁজা) ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে পরবর্তীতে ফেনী, নোয়াখালীসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৪ লক্ষ টাকা।
গ্রেপ্তারকৃত  আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email