মঙ্গলবার,২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সাংবাদিক নাদিম হত্যা জড়িতদের শাস্তির দাবিতে লালপুরে মানববন্ধন

সাংবাদিক নাদিম হত্যা জড়িতদের শাস্তির দাবিতে লালপুরে মানববন্ধন

লালপুর ( নাটোর) প্রতিনিধি:-বাংলা নিউজ টোয়েন্টিফোর.কম এর জামালপুর জেলা প্রতিনিধি ও ৭১ টিভির উপজেলা সংবাদদাতা গোলাম রাব্বানী নাদিমের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন করেছে নাটোরের লালপুরে কর্মরত সকল সাংবাদিক। তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান।

আজ শনিবার  (১৭ জুন)  বেলা ১১ টার সময় লালপুর ত্রিমোহনী চত্বরে  মানববন্ধন অনুষ্ঠিত হয়। লালপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে লালপুরে কর্মরত সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা নাটোর জেলা সভাপতি সালাহ উদ্দিন, লালপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, সাধারণ সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী কমিটির সদস্য জামিরুল ইসলাম প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি  আব্দুর রশিদ , ঢাকা ক্যানভাস লালপুর প্রতিনিধি প্রভাষক আতাউর রহমান, সাপ্তাহিক শহীদ সাগরের ব্যবস্থাপনা সম্পাদক প্রভাষক আবদুস সালাম, সাংবাদিক ফারহানুর রহমান রবিন, শিমুল আলী, সজিবুল ইসলাম হৃদয়, শিমুল আলী, আব্দুল জব্বার সুজন, শরিফুল ইসলাম, মিঠুন আলী, নুহুউল্লাহ্ প্রমুখ।

উল্লেখ্য, বুধবার (১৪ জুন) রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে তিনি মারা যান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email