সোমবার,১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

কিস্তির টাকা দিতে অপারগতায় জনৈক শিক্ষককে বাসা থেকে তুলে নিয়ে মারধরের অভিযোগ 

কিস্তির টাকা দিতে অপারগতায় জনৈক শিক্ষককে বাসা থেকে তুলে নিয়ে মারধরের অভিযোগ 

বাউফল উপজেলা প্রতিনিধি :-পটুয়াখালীর বাউফলে একটি এনজিওর কিস্তির টাকা পরিশোধ না করায় রতন কুমার বনিক(৫০) নামের এক শিক্ষককে তার বাসা থেকে তুলে নিয়ে মারধর করে আহত করা হয়েছে।

কাল শুক্রবার বেলা ১১ টায় বাউফল পৌর শহরের ৯ নং ওয়ার্ডের ভিআইপি রোড এলাকায় জাগরনী চক্র ফাউন্ডেশনের কার্যালয়ে এ ঘটনা ঘটেছে।

আহত ওই শিক্ষক দাশপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা গেছে, সহকারী শিক্ষক রতন কুমার বনিক জাগরনী চক্র নামের একটি এনজিও থেকে দুই বছর মেয়াদে ৬০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। তিনি মোট ৪৫ হাজার টাকা পরিশোধ করেন। বাকি টাকা পরিশোধে বিলম্ব হওয়ায় ঘটনার দিন ১১ টার দিকে ওই এনজিওর মাঠকর্মী রাজ্জাকসহ ২-৩ জন ওই শিক্ষকের হাসপাতালের সামনে ভাড়া ভাড়া বাসা গিয়ে তাকে জোড় পূর্বক এনজিওর কার্যালয়ে নিয়ে আসেন এবং কিস্তির বাকি টাকা দাবি করেন। তিনি খুব সমস্যার মধ্যে আছেন জানিয়ে কিস্তির টাকা পরিশোধে আরও কয়েকদিন সময় চান। এতে উত্তেজিত হয়ে ওই মাঠ কর্মী ও শাখা ব্যবস্থাপক তাকে এলোপাতাড়ি ভাবে কিল ঘুষি মারেন। এতে ওই শিক্ষকের নাক ফেটে যায়। এসময় তিনি অজ্ঞান হয়ে পরলে স্থানীয় কয়েক ব্যক্তির সহায়তায় তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

মাঠকর্মী রাজ্জাক বলেন, স্কুল শিক্ষক তাকে ধাক্কা মারতে গিয়ে পরে গিয়ে নাক ফেটে যায়। আমিসহ তাকে অন্য কেউ মারধর করেননি।

বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email