
নান্দাইলের পল্লীতে অসহায় শাহেরা খাতুনের বাড়ির জায়গা বেদখল
নান্দাইল (ময়মনসিংহ):- ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের লংপুর (শান্তিনগর) এলাকার অসহায় স্বামীহারা শাহেরা খাতুনের দেড় শতক ভূমি একই গ্রামের আবদুল জব্বারের পুত্র আবদুল মান্নান কর্তৃক দীর্ঘদিন ধরে জোরপূর্বক বেদখল করে পাকা ও টিনের ঘর তৈরি করার অভিযোগ পাওয়া গেছে। শাহেরা খাতুনের পুত্র আব্দুল কাদির জানান, নান্দাইলের মাননীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে জায়গার বিষয়টি ফয়সালা করে দেবার পরেও আবদুল মান্নান বিষয়টি না মেনে জোরপূর্বক জায়গা দখলে রেখেছে।
বর্তমান ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ভূইঁয়া নিজে পুনরায় জায়গা ফয়সালা করে দিলেও প্রভাবশালী আবদুল মান্নান তা মানতে চাচ্ছে না। আবদুল কাদির জানান, তারা নতুন ঘর নিমার্ণ করার জন্য তার বৈধ ক্রয়কৃত জায়গা থেকে আবদুল মান্নানের উচ্ছেদ দাবী করেন। বর্তমানে কাদির ইট বালু, সিমেন্ট নেবার পরেও তার জায়গায় কাজ করতে পারছে না। বিষয়টির প্রতি নান্দাইল থানা পুলিশ প্রশাসন সহ পুনরায় মাননীয় সংসদ সদস্য সহ গনপ্রতিনিধি, মানবাধিকার কর্মীদের সহযোগিতা কামনা করেছে স্বামীহারা শাহেরা খাতুন ও তারপুত্র আবদুল কাদির।
