
আজ সিজেকেএস বাস্কেটবল লিগ ২০২২-২৩ (পুরুষ)শুভ উদ্বোধন
আজ ১৬ জুন ২০২৩ সিজেকেএস জিমন্যাশিয়াম ভবনে সিজেকেএস বাস্কেটবল লীগ ২০২২-২৩ শুরু করা হবে। সিজেকেএস এর সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ লিগ শুভ উদ্বোধন করবেন।
এবারের বাস্কেটবল লিগে পুরুষ বিভাগে ১১টি দল অংশগ্রহণ করেছে। দল গুলোকে লটারীর মাধ্যমে নিম্মোক্ত ভাবে ৩ গ্রুপে ভাগ করা হয়:-

পুরুষ লিগের ১ম পর্বে ১৫টি, সুপার থ্রি ৩টি সহ মোট ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
উক্ত লিগের (পুরুষ) খরচ নির্বাহের জন্য ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। তন্মধ্যে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা চট্টগ্রামের সুপ্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠান এশিয়ান গ্রুপ প্রদান করবেন। অবশিষ্ট টাকা সিজেকেএস তহবিল থেকে খরচ করা হবে। স্পন্সর প্রতিষ্ঠান মেসার্স এশিয়ান গ্রুপ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। চ্যাম্পিয়ন দল, রানার্স আপ দল ও খেলোয়াড়দেরকে ট্রফি, মেডেল, প্রদান করা হবে।