শুক্রবার,২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

 টুকটুকি ও অটোরিকশা  অঘোষিত স্টেশন স্থাপনের কারণেই চকবাজার কাঁচা বাজার  মোড়ের জনসাধারণের দুর্ভোগ 

 টুকটুকি ও অটোরিকশা  অঘোষিত স্টেশন স্থাপনের কারণেই চকবাজার কাঁচা বাজার  মোড়ের জনসাধারণের দুর্ভোগ 

নিজস্ব প্রতিনিধি  চকবাজারের ব্যস্ততম এলাকা কাঁচা বাজারের মোড়ে ৪ নং টুকটুকি ও অটোরিক্সার অবৈধ স্টেশন রচনায় জনসাধারণের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে প্রতিদিন। যদিও বা চকবাজার থানা ঐ দুর্ভোগ এলাকার ২০০ গজ পশ্চিমে শুধু তাই নয়  ২০০ গজ পূর্বে রয়েছে কাউন্সিলর কার্যালয় আবার ট্রাফিক প্রশ্ন সব সময় দেখা যায়। তবে কেন এই জনগণের দুর্ভোগ প্রশ্নটিই  জনৈক প্রতীকের?জনৈক পথচারী বলেন  পাশে থানা,  কাউন্সিলর কার্যালয় ও সব সময় পুলিশ প্রশাসনের (ট্রাফিক)  থাকার পরেও কেন এই যানজট। এই যানজট নিরসনের দায়িত্ব কি ট্রাফিক পুলিশের কাজ নয়?

তিনি আরো বলেন, এইটাতো শুধু ট্রাফিক পুলিশের নয়, সিটি কর্পোরেশনের আওতায় পড়ে। তবে???????

উক্ত যানজটের  প্রধান সমস্যা ৪ নং রোডের টুকটুকির ও অটোরিকশা  অবৈধ স্টেশন।উক্ত   যানজট  নিরসনের কল্পে সংশ্লিষ্ট সকল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email