রবিবার,১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্কপের স্মারকলিপি প্রদান

জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্কপের স্মারকলিপি প্রদান

 

নিউজ ডেস্কঃ– চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনা বিদেশী/ ব্যক্তি মালিকানায় প্রদান ও অত্যাবশ্যক পরিষেবা বিল ২০২৩ প্রত্যাহার এবং অন্যান্য দাবি আদায়ের লক্ষে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে আজ সকাল ১১তায় চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।এ উপলক্ষে আজ সকাল ১০টায় স্থানীয় সিনেমা প্যালেস চত্বরে স্কপ ভুক্ত সকল সংগঠনের শ্রমিক-কর্মচারীদের জমায়েত ও সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা স্কপের আহ্বায়ক প্রবীন শ্রমিকনেতা তপন দত্তের সভাপতিত্বে এবং ট্রেড ইউনিয়ন সংঘের চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক মোঃ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শফর আলী, জাতীয়তাবাদী শ্রমিকদলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, বাংলাদেশ লেবার ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক নুরুল আবসার, বাংলাদেশ ফ্রী ট্রেড ইউনিয়ন কংগ্রেসের চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক কে এম শহিদুল্লাহ এবং বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম জেলা সাধারন সম্পাদক জাহেদ উদ্দিন শাহিন। সমাবেশে রেল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ডক শ্রমিক নেতা ফেরদৌস আহাম্মদ, টিইউসি চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, জাতীয়তাবাদী শ্রমিক দলের শ ম জামাল, ইদ্রিছ মিয়া, শফিকুল ইসলাম,-বিএলএফ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল, জেলা বিএলএফএর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সেলিম মিয়া, যুগ্ম-সাধারন সম্পাদক শামছুল ইসলাম আরজু, সহ-সাধারন সম্পাদক খুরশিদ আলম, সহ-সাধারন সম্পাদক ও হালিশহর নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল মন্নান,
মহানগর বিএলএফএর সভাপতি নুরুল আবছার তৌহিদ
সাধারন সম্পাদক ও শ্রম আদালত সদস্য আবু আহম্মদ মিঞা, যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সাহিন, বিএলএফ বিভাগীয় যুব কমিটি,সহ-সভাপতি মাইন উদ্দিন তাপস মহানগর যুব কমিটির সহ-সভাপতি জিয়া উদ্দিন রানা,মহিলা বিএলএফএর সভাপতি গুলজার বেগম, যুগ্ম-সাধারন সম্পাদক বিবি আমেনা, বায়জিদ থানা বিএলএফ নেতা জসিম উদ্দিন।জেলা যুব বিএলএফএর ভারপ্রাপ্ত সভাপতি এম এম ইউ হেলাল, দেলোয়ার হোসেন দুদু, নজরুল ইসলাম, সবুজ, ইমাম উদ্দিন, রামিচা, প্রমুখ। আবু আহমেদ মিয়া, স্বাস্থ্য সেক্টরের শ্রমিক নেতা আব্দুর রহিম, কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিক নেতা মোঃ পারভেজ হোটেল শ্রমিক নেতা মোঃ হানিফ, নির্মান শ্রমিক নেতা মহিন উদ্দিন, সমাবেশ শেষে এক বিরাট মিছিল সহকারে চট্টগ্রাম জেলা প্রশাসক বরবারর স্বারকলিপি পেশ করা হয়। জেলা প্রশাসকের পক্ষে এডিসি জেনারেল স্মারকলিপি গ্রহণ করেন।

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email