শুক্রবার,২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গমাতা সাংস্কৃতিক জোট রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কারামুক্তি দিবসের আলোচনা সভা

বঙ্গমাতা সাংস্কৃতিক জোট রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কারামুক্তি দিবসের আলোচনা সভা

বঙ্গমাতা সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগরের উদ্যোগে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ১৫তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ১১ জুন রবিবার সন্ধ্যা ৭টায় শেখ মুজিব রোডস্থ কার্যালয়ে সংগঠনের সভাপতি অভিনেতা সৈয়দ আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। সংগঠনের সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতী, চিত্রনায়ক পংকজ বৈদ্য সুজন, শিল্পী সুরকার সংগীত পরিচালক সনজিত আচার্য্য, সংগঠনের সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ও গীতাকার আবছার উদ্দিন অলি, শামীমা আকতার নুসরাত, সংগীত শিল্পী সুপ্রিয়া মজুমদার, শিলা চৌধুরী, হাসনা জান্নাত মিকাত, রোজি চৌধুরী, মৌ চৌধুরী, সোমা মুৎসুদ্দী, যুবলীগ নেতা মোঃ সাজ্জাদুর রহমান চৌধুরী সুমন, ছাত্রলীগ নেতা মোঃ নুরুল আবছার, মোঃ রেজাউল করিম রিটন, মোঃ আরিফ, আজিজুর রহমান, রনি নাগ মুন্না, মোঃ সাজ্জাদ হোসাইন সাব্বির, স্বপন মিত্র প্রমুখ। বক্তারা বলেন, ২০০৮ সালের ১১ জুন বাংলাদেশ অন্ধকার থেকে আলোর পথে যাত্রা শুরু করেছে। জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি ফলে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে পেরেছে। স্মার্ট বাংলাদেশ হিসেবে আজ আমরা যে পরিচিতি লাভ করেছি সেটি শেখ হাসিনাই অবদান। নির্বাচনের আগে ষড়যন্ত্র হবে। সে ষড়যন্ত্র মোকাবিলা করতে শেখ হাসিনার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email