
জেলা সড়ক পরিবহণ শ্রমিক লীগের মানববন্ধনে বক্তারা
পরিবহণ শ্রমিক লীগ নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজ কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার দাবী
নিউজ ডেস্কঃ– অভিযোগ ব্যবসায়ী খ্যাত মামলাবাজ বিআরটিএ দালাল কর্তৃক পরিবহণ শ্রমিক লীগ নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তার সহযোগী নগর শ্রমিক লীগের স্বঘোষিত ভারপ্রাপ্ত সভাপতির পদবী ব্যবহার করে সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচারকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১৩ জুন ২৩ ইং মঙ্গলবার বিকাল ৩ টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মো ইউছুফ এর সভাপতিত্বে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম – সাধারণ সম্পাদক মো আবদুল আজিজের সষ্ণালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি উজ্জ্বল বিশ্বাস। সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন মো. আবদুল মতিন, মো. মোশাররফ হোসেন খান, মো সাইফুল ইসলাম, মো ছবুর, মো রাসেল, মো আব্বাস প্রমুখ। উক্ত মানববন্ধনে বক্তারা বলেন- চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সভাপতি সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের নেতৃত্ত্বাধীন বৈধ কমিটি বিদ্যমান থাকা সত্ত্বেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ পরিপন্থী মতাদর্শের স্বীকৃত ধান্ধাবাজ প্রকৃতির কতিপয় ব্যক্তির নেতৃত্বে সংঘবদ্ধ বহিরাগত অনুপ্রবেশকারীরা আগামী জাতীয় নির্বাচনে সরকারের বিরুদ্ধে অবস্থানকারীদের মদদে অটোরিকশা শ্রমিক লীগ নেতার মুখোশধারী শীর্ষ চাঁদাবাজ বিআরটিএ-এর দালাল অভিযোগ ব্যবসায়ী খ্যাত মামলাবাজের ব্যক্তি স্বার্থ রক্ষায় সংগঠনের প্রকৃত শ্রমিক লীগের ত্যাগী নেতাদের স্বনামে বেনামে মামলা দিয়ে হয়রানীকারীকে রক্ষায় তার সহযোগী সম্প্রতি জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার ব্যানার গলায় ঝুলিয়ে বেআইনিভাবে ভারপ্রাপ্ত সভাপতির পদবীর ক্ষমতাবলে নিমিষেই বিএনপি-জামাত নিয়ন্ত্রিত সংগঠনের নেতাদের শ্রমিক লীগ নেতা দাবী করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবসেই সড়ক পরিবহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় তথা রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের মাধ্যমে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বিশেষ কারো এজেন্ডা বাস্তবায়নের পায়তারা করছে। অচিরেই জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার ব্যানার গলায় ঝুলিয়ে রাখা কতিপয় দূস্কৃতিকারীদের অতীতের সাংগঠনিক অবস্থান এবং অনৈতিক কর্মকান্ড বিবেচনায় নিয়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে চিহ্নিত দূর্বিত্তদের বিরুদ্ধে শ্রমিক লীগের বিতর্কিত কর্মকান্ডের দায়ে সাংগঠনিকভাবে শাস্তির কার্যব্যবস্থা গ্রহণে চট্টগ্রাম মহানগর আওয়ামী নেতৃবৃন্দের প্রতিও আবেদন জানান। অন্যত্থায় নগর অঞ্চলের সর্বস্তরের শ্রমিক জনতাকে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে গঠিত সংগঠন জাতীয় শ্রমিক লীগ ব্যানার ব্যবহাকারী ভূয়াদের বিতাড়িত করা হবে।
নিউজটি পড়েছেন : ২৬৯