
সিটি কর্পোরেশনের অবহেলার কারণে ঘটে যেতে পারে অনাখাংক্ষিত দুর্ঘটনা
নিজস্ব প্রতিনিধিঃ- প্রদর্শিত চিত্রটি সিনেমা প্লেইজ হতে আন্দরকিল্লা যাওয়ার মধ্যবতী টিএনটি রোড। খুব ব্যস্ততম রাস্থার মধ্যে একটি। প্রত্যেকদিন প্রায় ২/৩ হাজার গাড়ি এই রাস্তা দিয়ে চলাফেরা করে। বেশিরভাগই তিন চাকা ওয়ালা। রাস্তাটি দেখতে একটি পাহাড় থেকে নেমে যাওয়ার দৃশ্যের মত মতো। তারপরেও ঐ রোডের মধ্যবর্তীস্থানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থার লক্ষ্যে সব সময় দুইটি ড্রাম সংরক্ষিত থাকে। সংরক্ষিত ড্রাম দুটির অবস্থানের নিয়ম না মেনে সংরক্ষিত হওয়ার কারণে যানবাহন ও জন সাধারনের চলাচল ব্যাহত হয় এবং ভবিষ্যতে যেকোনো সময় ঐ স্থানে অনাখাঙ্কিত দুর্ঘটনা হওয়ার শঙ্কা রয়েছে।
এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর কে জানালে তিনি বলেন, যেহেতু এইটি বর্জ্য রাখার স্থান সেহেতু ঐ খানে বর্জ্য ও বর্জ্য নিষ্কাশন ড্রাম তো থাকবেই কিন্তু যদি নিয়ম তান্ত্রিক ভাবে রক্ষিত না হয় অবশ্যই এই বিষয়ে অতি তাড়াতাড়ি ব্যবস্থা নিব বলে জানান তিনি।
