রবিবার,১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

লজ্জা ——— বাবুল কান্তি দাশ

লজ্জা

         বাবুল কান্তি দাশ

ফুল যখন দেহের নীচে
বলে তারে ফুলশয্যা,
ফুল যখন দেহের উপর
হয় তখন চিরশয্যা।
বিত্ত যখন চিত্তের তরে
অসহিষ্ণু হয় মানুষ,
সুশিক্ষা কুশিক্ষায় যায়
জাতি হয়ে পড়ে বেহুঁশ।
জানা আছে ব্যবহারে নাই
সনদ আছে শিক্ষা নাই,
কল্পনার মহাপরিকল্পনা
বাস্তবতার গন্ধ নাই।
লুকোচুরি চাটুকারিতায়
দাপিয়ে বেড়ায় বিশেষজ্ঞ
ভাগে-ভোগের অদম্য স্পৃহা
তারাই যোগ্য তারাই সর্বজ্ঞ!

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email