শুক্রবার,১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

জাপানী সিসিকে প্রতিনিধিদলের সাথে চিটাগাং চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়

জাপানী সিসিকে প্রতিনিধিদলের সাথে চিটাগাং চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালকমন্ডলীর সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রামস্থ জাপানী সিটি কম্পিউটার কোম্পানী লিঃ’র নেতৃবৃন্দ। ০৮ জুন বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে চেম্বার সভাপতি মাহবুবুল আলম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সিসিকে’র চট্টগ্রাম শাখার প্রেসিডেন্ট কাওহারা ইয়াসোহিরো, ডিজিএম কেশি সাইতোএবং চট্টগ্রাম এওটিএস এলুমনি সোসাইটি’র এডভাইজর মোহাম্মদ ফিরোজ শাহ। এ সময় অন্যান্যদের মধ্যে চেম্বার পরিচালকবৃন্দ মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), অঞ্জন শেখর দাশ, মোঃ ওমর ফারুক, মোঃ ইফতেখার ফয়সাল, এস. এম. তাহসিন জোনায়েদ, মোহাম্মদ আদনানুল ইসলাম ও তানভীর মোস্তফা চৌধুরী উপস্থিত ছিলেন।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন-জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। দেশের বর্তমান অবকাঠামো উন্নয়নে বড় বিনিয়োগ রয়েছে জাপানের। এর মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর নির্মাণ, মেট্রোরেল এবং শাহজালাল বিমান বন্দরে তৃতীয় টার্মিনাল অন্যতম। এছাড়া দেশের ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে জাপানী বড় বড় কোম্পানীগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হচ্ছে। বিশেষ করে চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে যৌথ অংশীদারীত্বের ভিত্তিতে জাপানী কয়েকটি কোম্পানী বিনিয়োগে এগিয়ে আসছে। আশা করি চট্টগ্রামের ভৌগোলিক ও বর্তমান অবকাঠামোগত সুবিধা কাজে লাগিয়ে জাপানের অন্যান্য কোম্পানীগুলো বিনিয়োগে এগিয়ে আসবে। জাপানী বিনিয়োগকারীদের সকল ধরনের সহায়তা করতে চিটাগাং চেম্বার জাপান ডেস্ক চালু করেছে। এছাড়াও দেশে বিদেশী বিনিয়োগ বাড়াতে সরকারের সহযোগী হিসেবে সকল ধরণের সেবা দিতে চিটাগাং চেম্বার প্রস্তুত রয়েছে বলে জানান চেম্বার সভাপতি।

সিসিকে’র চট্টগ্রাম শাখার প্রেসিডেন্ট কাওহারা ইয়াসোহিরো বলেন-চট্টগ্রামে রয়েছে সিসিকে’র শাখা। এছাড়া চট্টগ্রামে অনেক জাপানী প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে। ভবিষ্যতেও চট্টগ্রামের ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে সিসিকে ব্যবসা সম্প্রসারণ করবে। এজন্য চিটাগাং চেম্বারের সহায়তা কামনা করেন তিনি। প্রসংগত সিসিকে জাপানভিত্তিক আইটি কোম্পানী। জাপান ছাড়াও কোম্পানীটি যুক্তরাষ্ট্র, ফিলিপাইন এবং বাংলাদেশের চট্টগ্রাম থেকে ব্যবসা পরিচালনা করছে।

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email