
মানবিক সাহায্যের আবেদন
ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তার নাম শাহ আলম পিতা আব্দুল হাকিম বরইতলী চকোরিয়া চট্টগ্রাম। তিনি একজন মাহিন্দ্রা ড্রাইভার(চকবাজার ২নং গেইট ) তার দুই মেয়ে এক ছেলে। স্ত্রী গার্মেন্টসে চাকরি করে। বর্তমানে সিএমবি কলোনিতে বসবাস করেন। বিভিন্ন পরীক্ষা করে ডাক্তার তার পেটে তিনটি পাথর আছে বলে প্রমাণ করেন এবং তাড়াতাড়ি অপারেশন করার পর পরামর্শ দান করেন।ইতিপূর্বে তার জমানো সকল সঞ্চয় চিকিৎসার জন্য শেষ হলে তার পক্ষে অপারেশন করা অসম্ভব হয়ে দাঁড়ায়। ডাক্তার তাকে ড্রাইভারি না করার পরামর্শ দিয়েছেন কিন্তু পারিবারিক ব্যয় ভার ব্যবহার বহন করা গার্মেন্টসে চাকরিজীবী স্ত্রীর পক্ষে সম্ভব না হওয়ায় তিনি স্ত্রীকে সহযোগিতা করার লক্ষ্যে সপ্তাহে ১-২ দিন সে ড্রাইভার পেশায় নিযুক্ত থাকেন। কিন্তু এই ১-২ দিন ও একাধারে ড্রাইভিং করা তার শরীরের পক্ষে সম্ভব হচ্ছে না বিধায় তার চিকিৎসার জন্য মানবিক লোকদের কাছে হতে সবিনয়ে সাহায্য প্রার্থনা করছেন।
সাহায্য গ্রহীতার সরাসরি যোগাযোগ করে সাহায্য পাঠানোর জন্য নিম্মেতার মোবাইল নং দেওয়া হল।