
নিউজ ডেস্কঃ- টিম পতেঙ্গা কর্তৃক অভিযান পরিচালনা করা কালে ইং ২৯/০৫/২০২৩ তারিখ ৩.৪৫ ঘটিকার সময় পতেঙ্গা মডেল থানাধীন উত্তর পতেঙ্গা মুন বেকারী গলি নুর মোহাম্মদ বিল্ডিং হইতে ১। মো আনোয়ার (২৮), ২। মো জুয়েল রানা (২২),৩। মো রনি (২৯), ৪। মো শামছুল ইসলাম রাজু(২২),৫। মো রাসেল (২৭),৬। মো আজাদ (২৭), ৭। মো শহিদুল ইসলাম(২৪), ৮। মো জসীম উদ্দিন (২৫)’দেরকে প্রকাশ্য স্থানে জুয়া খেলার অপরাধে ০২(দুই) টি জুয়া খেলার তাসের বান্ডেল এবং নগদ ৩,৬০০/- (তিন হাজার ছয়শত) টাকা সহ আটক করেন।
০২(দুই) টি জুয়া খেলার তাসের বান্ডেল এবং নগদ ৩,৬০০/- (তিন হাজার ছয়শত পঞ্চাশ) টাকা

আটককৃত জুয়াড়ি ১। মো আনোয়ার (২৮),পিতা- রফিকুল ইসলাম, মাতা- আমেনা বিবি, সাং- আমেনাবাদ, আলী আহম্মদ চৌকিদার বাড়ী, থানা-চর ফ্যশন, জেলা-ভোলা, বর্তমানে- মুন বেকারী গলি বাপ্পা কোম্পানীর পার্শ্বে ,থানা- পতেঙ্গা, জেলা-চট্টগ্রাম,
২। মো জুয়েল রানা (২২), পিতা- মো আবুল কালাম, মাতা-মোছাঃ রেজিয়া বেগম, সাং-মুছাপুর, মুসলিম সরদ্দারের নতুন বাড়ী, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-নোয়াখালী, বর্তমানে-ফুলছড়ি পাড়া, সাবের সওদাগরের বাসা,থানা- পতেঙ্গা, জেলা- চট্টগ্রাম,
৩। মো রনি (২৯), পিতা-মৃত আলী আকবর , মাতা-মৃত রাবেয়া বেগম, সাং-বড় রামদেব সুবাদার বাড়ী, থানা-কবিরহাট, জেলা-নোয়াখালী, বর্তমানে-পুরাতন পোষ্ট অফিস গলি,লেদু সওদাগরের বাসা, থানা- পতেঙ্গা,জেলা-চট্টগ্রাম,
৪। মো শামছুল ইসলাম রাজু(২২),পিতা- মো বেলাল হোসেন, মাতা-মানছুরা বেগম, সাং- নুরাবাদ, রতন মেম্বারের বাড়ী, ০৬নং নুরাবাদ ইউপি, থানা-চর ফ্যাশন, জেলা-ভোলা, বর্তমানে- মুন বেকারী গলি,থানা- পতেঙ্গা, জেলা- চট্টগ্রাম,
৫। মো রাসেল (২৭),পিতা- রফিকুল ইসলাম, মাতা-নুর জাহান বেগম, সাং-গোলাপপুর, সানু সরদার বাড়ী, দাড়ঁউরিয়া, থানা- তমুজদ্দিন, জেলা-ভোলা, বর্তমানে-উত্তর পতেঙ্গা, জিএম কলোনী, এআরসি পেট্রোল পাম্পের পাশে, সেলিমের ভাড়াঘর,থানা- পতেঙ্গা, জেলা-চট্টগ্রাম,
৬। মো আজাদ (২৭), পিতা- মো শাহ আলম, মাতা-কহিনূর বেগম, সাং-রসুলপুর হাওলাদার বাড়ী, ০৪নং ওয়ার্ড, থানা-চর ফ্যাশন, জেলা-ভোলা, বর্তমানে- উত্তর পতেঙ্গা মুন বেকারী গলি, নূর মোঃ এর বিল্ডিং ,থানা- পতেঙ্গা, জেলা-চট্টগ্রাম,
৭। মো শহিদুল ইসলাম(২৪), পিতা- আমির হোসেন, মাতা-খুরশিদা বেগম, সাং-সাপাছড়ি, আলাউদ্দিন চৌকিদার বাড়ী, ০৯নং ওয়ার্ড, থানা-বাশঁখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে- উত্তর পতেঙ্গা, মুন বেকারী গলি, নূর মোঃ এর বিল্ডিং, থানা- পতেঙ্গা, জেলা-চট্টগ্রাম,
৮। মো জসীম উদ্দিন (২৫),পিতা- রতন আলী, মাতা-শাহীতাজ বেগম, সাং-তেলীখালী, রশিদ মৃধার বাড়ী, ০৩নং ওয়ার্ড, থানা-ভান্ডারিয়া, জেলা- পিরোজপুর, বর্তমানে-উত্তর পতেঙ্গা, মুন বেকারী গলি, নূর মোঃ এর বিল্ডিং ,থানা- পতেঙ্গা,চট্টগ্রাম
পতেঙ্গা মডেল থানার অধর্তব্য মামলা নং-৫৮, তারিখ- ২৯/০৫/২০২৩ খ্রিঃ, ধারা- সিএমপি অধ্যাদেশ ৯৪/১০৩ রুজু হয়।