
সুখে থাক
শরণংকর বড়ুয়া
পাড়াড়ে খোঁজি নীলা তোমায়,
খোঁজি সাগরের তল দেশে।
অপরাজিতা ফুল হয়ে আছো,
বাগানে সৌরভে নির্মল বাতাসে।
ছোট বড় ঢেউয়ের মেলায়,
লুকিয়ে আছে কত যন্ত্রনা।
অনীহা নয়, স্বার্থপরতা নয়,
ছিল কত মনের বাসনা।
ক্ষণিকের বাস্তব চাওয়া গুলো,
মন ভরে অনেক সময়।
কখনো চাইনি দুঃখী করতে,
বুঝাবো কেমন করে তোমায়।
চৈত্রের আমের মুকুলের ঘ্রাণে,
মৌ মৌ সুগন্ধ আসে।
পাখিরা ডাকে গানের সুরে,
তেমনি ভালো যে ভাসে।
নিউজটি পড়েছেন : ২৯৪