বুধবার,২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদ এর উদ্যোগে শোক সভা

নিজস্ব প্রতিনিধিঃ– গত ২৭ মে ২৩ইং ৪ ঘটিকা চট্টগ্রাম  প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদ, বাংলাদেশ এর উদ্যোগে চট্টগ্রাম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জাফর আহমেদ স্মরণে এক শোক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত শোক সভায় উপস্থিত ছিলেনঃ এটিএম পেয়ারুল ইসলাম, চেয়ারম্যান, চট্টগ্রাম জেলা,মফিজুর রহমান, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ,এ এম মাহাবুব চৌধুরী, সভাপতি, চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদ, বাংলাদেশ, মোঃ লিয়াকত আলী খান, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদ, বাংলাদেশ,মুসলেম উদ্দিন মনসুর, সহ-সভাপতি, চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদ, সৈয়দ মোঃ মুছা, সহ-সভাপতি, চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদ প্রমূখ।

বক্তব্যে বলেন, চট্টগ্রাম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জাফর আহমেদের কর্মজীবন ও রাজনৈতিক জীবন নিয়ে স্মৃতিচারণ করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে কাজ করার ক্ষেত্রে তিনি স্মরণীয় হয়ে থাকবেন বলে জানান। বর্তমানে আওয়ামী লীগে ত্যাগীদের যথার্থ মূল্যায়ন না করায় সুযোগ সন্ধানীরা আওয়ামী লীগে প্রবেশ করেছে বলে জানান। তাই প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করার আহ্বান জানান। আজকে জনপ্রতিনিধির নামে লুটপাট চলছে বলে জানান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লুটপাটকারীদের বিরুদ্ধে যথার্থ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে স্বাধীনতা বিরোধী শক্তিরা বিভিন্নভাবে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানান। সকলকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী অপতৎপরতাকারীদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করার পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের আওয়ামী লীগকে জয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email