
নিজস্ব সংবাদদাতা – গত ২৭ মে২০২৩ তারিখ শনিবার ৬ঘঠিকায় নগরীর একটি রেষ্টুরেন্টে আকবর শাহ থানা বিএলএফ এর পরচিত সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের
সভাপতি মোঃ জিল্লুর রহমান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএলএফ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ সালাহ উদ্দিন স্বপন, প্রধান বক্তা সৈয়দ রবিউল হক শিমুল, বিশেষ অতিথি অলংকার শপিং কমপ্লেক্স ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এডভোকেট জামাল উদ্দিন, পাহাড়তলী সিডিএ বনিক সমিতির সদস্য সচিব হাবিবুর রহমান, বিএলএফ চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি নুরুল আবছার তৌহিদ, সাধারণ সম্পাদক ও শ্রম আদালত সদস্য আবু আহমেদ মিঞা, জেলা ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সেলিম মিয়া, বিএলএফ চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিপ্লবী ওয়ার্কার্স গার্মেন্টস ফেডারেশন সভাপতি হাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মজনু, চট্টগ্রাম জেলা বিএলএফ নেতা ও রেলওয়ে রানিং স্টাপ কর্মচারী ইউনিয়নের সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার আলম,চট্টগ্রাম বিভাগীয় যুব কমিটির সভাপতি আমির হোসেন,
উপস্থিত ছিলেন আকবর শাহ থানা বিএলএফ নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ।
বক্তাগন নিন্মতম মজুরী ২০০০০ টাকা ঘোষনার জন্য সরকারের নিকট জোর দাবী জানান। অতি পরিসেবা আইন বাতিল করার দাবী জানান
অন্যথায় চট্টগ্রামের সকল শ্রেণীপেষার শ্রমিকদের নিয়ে রাজ পথে থেকে আন্দোলনের মাধ্যমে সকল দাবী আদায় করতে সরকারকে বাধ্য করা হবে।