বৃহস্পতিবার,২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ফেনী জেলার দুর্ধর্ষ কিশোর গ্যাং সেভেন ষ্টার গ্রুপের গ্যাং প্রধানসহ ০৩ জন গ্রেফতার

 প্রেস বিজ্ঞতিঃ– র‌্যাব-৭, চট্টগ্রামের বিশেষ সাড়াশি অভিযানে ফেনী জেলার দুর্ধর্ষ কিশোর গ্যাং  সেভেন ষ্টার গ্রুপের গ্যাং প্রধানসহ ০৩ জন সদস্য গ্রেফতার।
সারা দেশে কিশোর গ্যাং কালচার ভয়াবহ আকার ধারণ করেছে। বিভিন্ন ছত্রছায়ায় নানা অপরাধমূলক কর্মকান্ডে কিশোররা ব্যবহৃত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের অপরাধের ধরনও পাল্টে যাচ্ছে। এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, চুরি-ছিনতাই থেকে শুরু করে খুনাখুনিসহ নানা অপরাধে কিশোর-তরুণরা জড়িয়ে পড়ছে। মাদক ব্যবসা ও দখলবাজিতেও তাদের ব্যবহার করা হচ্ছে। নানা অপরাধে জড়িয়ে কিশোররা ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে। অধিকাংশ কিশোর গ্যাং গড়ে ওঠার পেছনে স্থানীয় এলাকার একটি চক্রের মদদ রয়েছে। ‘হিরোইজম’ প্রকাশ করতেও পাড়া-মহল্লায় কিশোর গ্যাং গড়ে উঠছে।এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ২১ মে  তারিখ রাত ১:৩০ মিনিটে অভিযান পরিচালনা করে ফেনী জেলার ফেনী মডেল থানাধীন একটি নির্মানাধীন ভবনে হতে  সেভেন ষ্টার গ্যাং গ্রুপের গ্যাং প্রধান ১। মোঃ রিপন (২৫), পিতা- মোঃ মনির, সাং- গুনবতী, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা ২। নাঈম ইসলাম (১৮), পিতা- নূর ইসলাম, সাং- কালিকাবাড়ি, থানা- মোড়লগঞ্জ, জেলা- বাগেরহাট এবং ৩। মোঃ ইয়াছিন খান (১৯), পিতা- কালুখা, সাং- জিওধারা, থানা-মংলা, জেলা- বাগেরহাটদেরকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আকটকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তাদের নিকট হতে ০১ টি স্টীলের সুইচ গিয়ার চাকু, ০১ টি কেচি এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।সেভেন ষ্টার নামক এই গ্রুপটি সাধারণত ফেনী জেলার ফেনী মডেল থানা এলাকায় স্থানীয়ভাবে রাস্তায় সংঘবদ্ধ হয়ে মারামারি, ছিনতাই, চাঁদাবাজি ও এলাকায় প্রভাব বিস্তার করাসহ বিভিন্ন অপকর্মে জড়িত। এই গ্যাংটির লীডার মোঃ রিপন  সেভেন ষ্টার গ্যাং লালন-পালন করার মাধ্যমে তার প্রভাব বিস্তারসহ বিভিন্ন সময় এলাকায় মারামারি-হানাহানি করার মাধ্যমে শান্তি-শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর সাথে জড়িত। এছাড়াও এই গ্যাং এর সদস্যদের প্রকাশ্যে দিনে-দুপুরে স্থানীয় এলাকায় ছিনতাই ও চাঁদাবাজী এবং মাদক সেবন করে বলে জানা যায়।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email