
নিজস্ব প্রতিনিধিঃ– “চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ” এর উদ্যোগে ঐতিহাসিক ১৭ই মে বাঙালির চিরঞ্জীব আশা ও অনন্ত অনুপ্রেরণার উৎস “দেশরত্ন শেখ হাসিনা ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস” উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠানটি আজ ১৯মে ১০ ঘটিকায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্টিত হয়উক্ত সভাটি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপুর সভাপতিত্বে প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এমপি, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ ও সভাপতি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম, শেখ মোঃ আতাউর রহমান, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ, মোঃ রেজাউল করিম সাধারণ সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ, আবু বক্কর, দপ্তর সম্পাদক, জেলা ছাত্রলীগ, ডাঃ কুমার বিশ্বজিৎ, সহ-সভাপতি, জেলা ছাত্রলীগ, শুভ বনিক, সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রলীগ সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
বক্তব্যে বলেন, ১৯৭১ সালে ভূলন্ঠিত মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুজ্জীবিত করতে জীবনের ঝুঁকি নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে পুনরায় দেশে স্বাধীনতা ফিরে আসে এবং স্বাধীনতার বিপক্ষের অপশক্তির বিলুপ্তি ঘটে। বাংলাদেশ স্বাধীনতার বিরুদ্ধের অপশক্তি ও তাদের সন্ত্রাসী কার্যকলাপকে সংগ্রামী হস্তে দমন করতে মাঠ পর্যায়ে বাংলাদেশ ছাত্রলীগকে সংগ্রামে লিপ্ত হতে হবে। চট্টগ্রামের সকল আসনে আওয়ামী লীগ কে জয়যুক্ত করার জন্য সকলকে এক হয়ে, মাঠ পর্যায়ে একত্বিত ভাবে কাজ করার জন্য আহ্বান জানান। দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে, দেশে স্বাধীনতা শক্তিকে টিকিয়ে রাখার জন্য আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে হবে এবং আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ সরকারের জয়লাভ নিশ্চিত করতে হবে।
পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে, সরকার হিসেবে নির্বাচিত করে স্মার্ট বাংলাদেশ গড়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান সকল বক্তাগন।