সোমবার,২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রেণী সংগ্রাম ও অধিকার প্রতিষ্ঠায় সুকান্তের কবিতা আজও প্রাসঙ্গিক

নিজস্ব প্রতিনিধিঃ- চট্গ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে রবীন্দ্রোত্তর বাংলা কবিতায় বৈপ্লবিক ভাবধারার অন্যতম কবি, দ্রোহের কবি সুকান্ত ভট্টাচার্যের ৭৬ তম প্রয়াণবার্ষিকী স্মরণে আলোচনা সভা গতকাল সংগঠনের অস্হায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ সভাপতি কবি আশীষ সেনের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলন রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা ভানুরঞ্জণ চক্রবর্তী। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে আলোচনা,কবিতা আবৃত্তি ও সঙ্গীতে অংশগ্রহণ করেন সংগঠক অজিত কুমার শীল, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, রাজনীতিক স্বপন সেন,আবৃত্তিশিল্পী সোমা মূৎসুদ্দী,সঙ্গীতশিল্পী অচিন্ত্য কুমার দাশ, সঙ্গীতা চৌধুরী, কবি মনজুর আলম, তবলাশিল্পী কানুরাম দে,সংস্কৃতিকর্মী নিলয় দে, মোঃ জাফর প্রমুখ। সভার শুরুতে বাংলা চরচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা আকবর হোসেন পাঠান এমপির মৃত্যুতে নিরবতা ও শ্রদ্ধা পালন করা হয়। সভায় বক্তরা বলেন রবীন্দ্রোত্তর বাংলা কবিতায় বৈপ্লবিক ভাবধারার অন্যতম কবি, স্বল্প সময়ে যিনি বাংলা সাহিত্যে দাগ কেটে গেছেন তিনি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য্য।ফ্যাসীবাদী আগ্রাসন,সাম্প্রদায়িক দাঙ্গা, তেতাল্লিশের মন্বন্তর তথা ২য় বিশ্বযুদ্ধের বিরুদ্ধে যাঁর লেখনী গর্জে উঠেছিল ভারতের বুকে তিনি হলেন প্রগতিশীল চেতনায় উদ্বুদ্ধ তরুণ কবি সুকান্ত ভট্টাচার্য।শ্রেণি সংগ্রাম,অধিকার প্রতিষ্ঠায় যার লেখনী ছিল ক্ষুরধার।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email