
সাতকানিয়ায় অস্ত্রবাজিতে সাংবাদিকসহ ১ শিশু আহত
সাতকানিয়া প্রতিনিধিঃ-
(সাতকানিয়ায় দুর্বৃত্তের গুলিতে ১ সাংবাদিক এবং ৫ বছরের ১ শিশুসহ মোট ২ জন গুলিবিদ্ধ হয়েছে।উক্ত ঘটনার লক্ষ্যে ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে)
গুলিবিদ্ধ সাংবাদিক এস এম কামরুল ইসলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে এবং ৫ বছরের শিশু রাফিকে অস্ত্রোপচার শেষে হাসপাতালের শিশু ওয়ার্ডের ২৬ নম্বর বেডে রাখা হয়েছে। রাফির পেটে গুলি লেগে বের হয়ে যায়। তার অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
হামলাকৃত ঘটনায় ৯ জনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় অভিযুক্তরা হলো, সাতকানিয়া উত্তর পশ্চিম গাটিয়াডাঙ্গা এলাকার আরিফুল ইসলাম মানিক (৩৫),মো. ডালিম (৩৫), মো. আবিদ (২৮), মো. মিজান (৩০), তাহের (৪০), মো. টিপু (৩২), মো. রিয়াদ (২৬), মো. সিফাত (২৫), আবুল কাশেম (৪০)।
গত ২৩ এপ্রিল বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম গাটিয়াডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। ঘটনায় গুলিবিদ্ধরা হলেন, সাংবাদিক এস এম কামরুল ইসলাম (৪৭), উপজেলার এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডেঙ্গার মৃত এম এ হাসানের ছেলে ও শিশু মোহাম্মদ রাফি (৫) একই এলাকার আবদুর রহিমের ছেলে।
নিউজটি পড়েছেন : ১৭০