রবিবার,১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্দরকিল্লায় সিপিডিএল ঐকতান প্রকল্পের যাত্রা শুরু 

আন্দরকিল্লায় সিপিডিএল ঐকতান প্রকল্পের যাত্রা শুরু

উইথ কোয়ালিটি ইন টাইম’ মূলমন্ত্র নিয়ে শুরু থেকেই পদ্ধতিগত নির্মাণ, নিরবচ্ছিন্ন সময়ানুবর্তিতা, কঠোর মান নিয়ন্ত্রণ এবং ইনোভেটিভ সলিউশনের মাধ্যমে গ্রাহকসেবা দিয়ে আসছে আবাসন খাতের অন্যতম প্রতিষ্ঠান সিপিডিএল।

এরই ধারাবাহিকতায় নগরীর রাজাপুকুর লেইন–আন্দরকিল্লা এলাকায় সিপিডিএল ঐকতান প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। ২০০৪ সাল থেকে অর্জিত অভিজ্ঞতা, দক্ষতা ও গ্রহণযোগ্যতা পুঁজি করে চট্টগ্রামসহ দেশের আবাসন শিল্পে সম্পূর্ণ নতুন ও ভিন্ন মাত্রার প্রকল্প গড়ার প্রত্যয় নিয়ে এই দৃষ্টিনন্দন স্থাপনাটির নির্মাণ পরিকল্পনা করা হয়েছে। গত ৬ অক্টোবর এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির নির্মাণকাজ উদ্বোধন করা হয়।

আয়োজনে উপস্থিত ছিলেন ভূমি মালিকগণের পক্ষে মরহুম ডা. আবুল হাশেমের পরিবারবর্গ এবং সিপিডিএল পরিবারের সদস্যবৃন্দ। উপস্থিত অতিথিগণ সিপিডিএল–এর ব্র্যান্ড আইডেন্টিটি ‘সঠিক মানে, সঠিক সময়ে হস্তান্তর’ এর মাধ্যমে তাদের এই প্রকল্পটি যথার্থভাবেই বসবাসকারীদের স্বপ্ন বাস্তবায়ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email