
ইতিমধ্যে সেই যন্ত্রে প্রবেশ করে ‘শান্তির মৃত্যু’ পেয়েছেন এক নারী। এরপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনার ঝড়া উঠেছে। খবর সিএনএনের।গোলাকার কফিন আকৃতির ওই যন্ত্রের নাম ‘সারকো পড ক্যাপসুল’।সেই যন্ত্র ব্যবহার করেই প্রথম মৃত্যুবরণ করলেন একজন মার্কিন নারী। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এক্সিট ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুসারে, ৬৪ বছর বয়সী মার্কিন নারী সোমবার বিকেলে ওই যন্ত্রের পোর্টেবল থ্রিডি-প্রিন্টেড চেম্বারে নিজের জীবন শেষ করেন। তার পরিচয় গোপন রাখা হয়েছে।
জানা গেছে, সুইৎজারল্যান্ড এবং জার্মানির সীমান্তের কাছাকাছি একটি এলাকায় মৃত্যু হয় তার। এক্সিট ইন্টারন্যাশনালের দাবি, ওই নারী গুরুতর রোগে ভুগছিলেন। সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। সুইৎজারল্যান্ডই একমাত্র দেশ যেখানে স্বেচ্ছামৃত্যুর বৈধতা রয়েছে। বাইরে থেকে কেউ সাহায্যও করতে পারে।
নিউজটি পড়েছেন : ১৬২