সোমবার,১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

গৃহবধূ শারমিন হত্যার প্রধানসহ গ্রেফতার ২ আসামী

গৃহবধূ শারমিন হত্যার প্রধানসহ গ্রেফতার ২ আসামী

 বায়েজিদ বোস্তামী থানা কর্তৃক মামলা রুজুর ০৮ ঘন্টার মধ্যে গৃহবধু শারমিন আক্তার (২৮) হত্যার প্রধান সহ গ্রেফতার ২ আসামী

বাদী মোঃ সেলিম (৫৬), পিতা-আলতাফ আলী, মাতা-মৃত ছফুরা খাতুন, সাং-পূর্ব জঙ্খল খইয়া, কুমিল্লা পাড়া, মালুর বাপের বাড়ী, ওয়ার্ড নং-৫, ডাকঃ মির্জারহাট, জঙ্গল খইয়া ইউপি, থানা-ভূঁজপুর, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-জাহেদাবাজ চা বাগান, চালিতাতলী কলোনী, থানা-ভূঁজপুর, জেলা-চট্টগ্রাম পেশায় একজন চা বাগানের শ্রমিক। বাদীর মেঝ মেয়ে ভিকটিম শারমিন আক্তার (২৮) এর সহিত আসামী মোঃ মকবুল প্রঃ মঙ্গল (৩৮) এর বিগত ১০ বছর পূর্বে বিবাহ হয়। তাহাদের দম্পত্য জীবনে দুই ছেলে ও একমেয়ে রহিয়াছে। উক্ত আসামী প্রায় সময় সাংসারিক বিভিন্ন বিষয় নিয়া বাদীর মেয়ে ভিকটিমকে মারধরসহ মানসিক নির্যাতন করিয়া আসিতেছে। বাদীকে ভিকটিম তাহার স্বামীর এহেন কর্মকান্ডের বিষয়ে জানাইলেও তাহাদের সংসারের কথা চিন্তা করিয়া বাদীর পরিবার তাহা সহ্য করিতে থাকে। সর্বশেষ ইং ০৬/১০/২০২৪ তারিখ মাগরিবের নামাজের পরে স্বামীর অত্যচার সহ্য করিতে না পারিয়া ভিকটিম স্বামীর বর্তমান ঠিকানার বাসা হইতে বাহির হইয়া যায়। পরবর্তীতে ইং ০৭/১০/২০২৪ তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকার সময় ভিকটিমের স্বামী আসামী মোঃ মকবুল প্রঃ মঙ্গল বায়েজিদ বোস্তামী থানাধীন মোহাম্মদনগর ৫নং রোডস্থ মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পাকা রাস্তার উপর ভিকটিম শারমিন আক্তারকে পাইয়া তাহার সঙ্গীয় অজ্ঞাতনামা ২/৩ জন আসামীর সহযোগীতায় ভিকটিমকে এলোপাতাড়ি কিল, ঘুষি মারিতে থাকে। একপর্যায়ে ভিকটিমের পরিহিত ওড়না প্যাচাইয়া ভিকটিমকে টানা হেঁচড়া করিয়া উক্ত আসামীর মায়ের ভাড়াঘর তথা বায়েজিদ বোস্তামী থানাধীন শান্তিনগর ৫নং রোড ডাক্তার গুলশানআরা প্রঃ মিনুর ভাড়াঘরে নিয়ে যায়। তথায় একই তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকার সময় বাদীর মেয়ে ভিকটিম শারমিন আক্তার মৃত্যু বরণ করেন।

উক্ত ঘটনায় বাদীর লিখিত এজাহারের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানার মামলা নং- ০৬, তাং- ০৮/১০/২০২৪ইং, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড মামলা রুজু হয়। বায়েজিদ বোস্তামী থানা পুলিশ সংবাদ পাইয়া ভিকটিমের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে তথ্য প্রযুক্তি সহায়তায় ও গোপন সংবাদেরউপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ মহোদয়ের দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব জাহাঙ্গীর আলম ও সহকারী পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ বেলায়েত হোসেনের তত্বাবধানে, অফিসার ইনচার্জ জনাব মোঃ আরিফুর রহমান এর নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার এসআই(নিঃ) জসীম উদ্দীন সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া ০৮/১০/২০২৪ইং তারিখ ভোর রাতে এবং সকাল বেলা বায়েজিদ বোস্তামী থানাধীন শান্তিনগর এলাকা হইতে মামলার প্রধান আসামী ভিকটিমের স্বামী মোঃ মকবুল প্রঃ মঙ্গল (৩৮)সহ মামলার ঘটনায় জড়িত অপর আসামী শিউলি আক্তার (৩০) দ্বয়কে আটক করতে সক্ষম হয়। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার ঘটনায় জড়িত অপরাপর পলাতক আসামীদের সনাক্ত পূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত আছে। মামলাটি তদন্তাধীন।

গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ-
১। মোঃ মকবুল প্রঃ মঙ্গল (৩৮), পিতা-মৃত মোঃ খুরশিদ মিয়া, মাতা-মাজেদা খাতুন, সাং-শাহেদাগুপ, মাইজপাড়া, জরুদ্দি বাড়ী, ডাকঘর-সোনাকান্দা, থানা-বাঙ্গরা বাজার, জেলা- কুমিল্লা, বর্তমানে-মাঝের ঘোনা, ছিন্নমূল, কুমিল্লা ঘোনা, সোহেলের বাড়ী, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা- চট্টগ্রাম।

২) শিউলি আক্তার (৩০), স্বামী-মোঃ সাগর, পিতা-মৃত আব্দুর রশিদ, মাতা-মৃত হাছিনা বেগম, সাং-শাহেদাগুপ, মাইজপাড়া, জরুদ্দি বাড়ী, ডাকঘর-সোনাকান্দা, থানা-বাঙ্গরা বাজার, জেলা- কুমিল্লা, স্বামী ঠিকানা-কোনা কাটা বাচ্চু মিয়ার বাড়ী, থানা- নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email