রবিবার,১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

জনপ্রিয় অনলাইন ‘‘ইউকে বিডি টিভি’’ ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনপ্রিয় অনলাইন ‘‘ইউকে বিডি টিভি’’

৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শহিদুল ইসলাম————–

মহানগর সিলেট প্রতিনিধিঃ-বৃটেনের কমিউনিটির নানা শ্রেণি পেশার বিশিষ্টজনদের উপস্থিতিতে বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে জাঁকজমক পূর্ণভাবে (২৯ সেপ্টেম্বর ২০২৪, রবিবার) সন্ধ্যায় লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে উদযাপন করা হয়েছে অনলাইন চ্যানেল ইউকে বিডি টিভি’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী।

ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার ও মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার খায়রুল আলম (লিংকন) এর পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃটেনের নিউহ্যাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান, লন্ডন বরো অফ বার্কিং এন্ড ডেগেনহ্যাম কাউন্সিলের মেয়র কাউন্সিলার মঈন কাদরি, কেমডেন কাউন্সিলের মেয়র সামান্তা খাতুন ও হারো কাউন্সিলের মেয়র কাউন্সিলার সেলিম চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে সমবেত কন্টে জাতীয় সঙ্গীত ও কেক কেটে অনুষ্ঠান ঊদ্ভোধন করেন টিভি পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ।আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা এম এ মান্নান, মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, রাজনীতিবিদ আব্দুল আহাদ চৌধুরী, বিশিষ্ট ব্যাবসায়ী সাইদুর রহমান রেনু, বিশিষ্ট ব্যাবসায়ী মাসুদ আহমেদ, সাবেক স্পীকার আহবাব হোসেন, সাবেক মেয়র জুছনা ইসলাম, কাউন্সিলার মুজিবুর রহমান জসিম, কাউন্সিলার সাম ইসলাম, কাউন্সিলার আবু তালহা চৌধুরী, জেসমিন চৌধুরী, ইইকে রিপোর্টাস ইউনিটির সভাপতি আনসার আহমেদ উল্লাহ,সাবেক সভাপতি সায়েদুর রহমান,মোস্তফা কামাল মিলন, হারুনুর রশিদ, সত্যব্রত দাশ স্বপন, কবি মুজিবুল হক মনি, হেনা বেগম, ড. আনিছুর রহমান, সাংবাদিক শাহ বেলাল আহমেদ, এম আলিম উজ্জামান, সাংবাদিক মুহিব চৌধুরী, জামাল আহমেদ খান, কবি ও সাংবাদিক আজিজুল আম্বিয়া, শেখ নুরুল ইসলাম, শাহ শাফি কাদির, আব্দুর রুউফ তালুকদার, আব্দুল মালিক, গিয়াস আহমেদ, সাংবাদিক কামরুল আই রাসেল, সৈয়দ সায়েম করিম, আব্দুল বাসির সহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ইউকে বিডি টিভির কালচারাল প্রোগ্রাম কো অর্ডিনেটর হেলেন ইসলাম এর পরিচালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত সংগীত শিল্পী পাপ্পু আহমদ, সৈয়দ সুহেল ইসলাম, ইফাত আরা খানম, অসিত রায়, ইভা আহমেদ, মতিউর রহমান তাঁজ, সহ অন্যান্য শিল্পী বৃন্দ গান পরিবেশন করে হল-ভর্তি দর্শকদের মাতিয়ে তুলেন। এছাড়াও নৃত্য পরিবেশন করেন সুমা গঙ্গা, অনুষ্ঠানে জনপ্রিয় সংগীত শিল্পী পাপ্পু আহমেদকে সম্মাননা গ্রেষ্ট প্রদান করা হয়েছে।

মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে অঙ্গীকারবদ্ধ থেকে বাংলাদেশের সঠিক ইতিহাস ঐতিহ্য ও সম্ভাবনাময় ইতিবাচক দিক তুলে ধরার লক্ষ্যে এবং সুস্থ সংস্কৃতি বিকাশের প্রত্যয়ে এখানকার ব্রিটিশ-বাঙ্গালী কমিউনিটির বিভিন্ন দিক তুলে ধরার মাধ্যমে ইউকে বিডি বাংলাদেশকে তুলে ধরছে বিশ্বময় বলে উল্লেখ করে ইউকে বিডি টিভির চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর সম্মানিত অতিথিবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিলেতে বেড়ে ওটা নব প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত করা ও তাদের কৃতিত্ব তুলে ধরতে ইউকে বিডি টিভি আগামীতেও আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে দৃঢ়তার সাথে উল্লেখ করে তিনি ইউকে বিডি টিভির আগামী দিনের অগ্রযাত্রায় ও পথ চলায় সবার সহযোগিতা কামনা করেছেন।

আমন্ত্রিত অতিথি বক্তাগণ অনলাইন ইউকে বিডি টিভির বিগত দিনের কর্মকান্ডের ভূয়শী প্রশংসা করা সহ অতীতের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশ ও বৃটেনের কমিউনিটির কল্যাণে আগামী দিনেও আরো জোড়ালো ভুমিকা রাখার আহ্বান জানান।।

উল্লেখ্য যে, ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে ইউকে বিডি টিভির যাত্রা শুরু হয়েছিলো। প্রতিবছরের মতো এবারও ইউকে বিডি টিভির জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন বাংলাদেশ ও প্রবাসের বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশিষ্ট কবি, বুদ্ধিজীবী, শিল্পী, লেখক, সাংবাদিক, চিকিৎসক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি পেশার বিশিষ্টজনেরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email