
রাউজানে ট্রাকের ধাক্কায় মিনহাজ নামে এক যুবক নিহত
রাউজান চট্টগ্রাম প্রতিনিধিঃ-আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাউজান পৌরসভার গহিরা এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান মিনহাজ।ঐ সময়ে আর এক মোটর সাইকেল আরোহী আহত খবর পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মিনহাজুল ইসলাম(২৩) রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের হাকিমপুর গ্রামের মফিজ চৌধুরীর ছেলে।
এ প্রসঙ্গে জানতে চাইলে রাউজান হাইওয়ে থানার ওসি ওবাইদুল হক বলেন, একটি মোটরসাইকেল ট্রাকের সঙ্গে থাক্কা দিলে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিউজটি পড়েছেন : ১৯৪